নিজস্ব প্রতিবেদন : বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিককালের একটি সমীক্ষা ভারতকে বড়োসড়ো স্বস্তি দিয়েছে। এই সমীক্ষা অনুযায়ী দারিদ্রতা কমছে ভারতে। স্বাভাবিকভাবেই এই সমীক্ষার রিপোর্ট আশা জাগিয়েছে ভারতীয়দের জন্য।
পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, ২০১১ সালের তুলনায় ২০১৯ সালে দেশে দারিদ্রতা কমেছে ১২.৩ শতাংশ। শুধু তাই নয়, এর পাশাপাশি ইন্টারন্যাশানাল মনিটারি ফান্ডের দাবি করেছে, চূড়ান্ত দারিদ্রতা প্রায় দূর করে ফেলেছে ভারত। পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে লক্ষ্য করা গিয়েছে, শহরের তুলনায় গ্রামাঞ্চলে দারিদ্রতা হ্রাস পেয়েছে অনেক বেশি। ভারতের মতো দেশে এই সমীক্ষা অত্যন্ত উল্লেখযোগ্য।
সমীক্ষা অনুযায়ী জানা গিয়েছে, গ্রামীণ এলাকায় ২০১১ সালে দারিদ্রতা ছিল ২৬.৩ শতাংশ। যা ২০১৯ সালে কমে দাঁড়ায় ১১.৬ শতাংশ। শহরাঞ্চলে দারিদ্রতা সেই সময়কালের মধ্যে ১৪.২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছিল ৬.৩ শতাংশ। অর্থাৎ ২০১১-২০১৯ সালের মধ্যে ভারতের গ্রামীণ এলাকায় দারিদ্রতা কমেছে ১৪.৭ শতাংশ পয়েন্ট এবং শহরাঞ্চলে কমেছে ৭.৯ শতাংশ পয়েন্ট।
অর্থনীতিবীদ সুতীর্থ সিংহ রায় ও রয় ভ্য়ান দের ওয়েদির উদ্যোগে এমন সমীক্ষা পেপার তৈরি করা হয়েছে। এই সমীক্ষায় আরও বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় লক্ষ্য করা গিয়েছে। যার মধ্যে অন্যতম হলো গ্রামীণ এলাকায় ছোট জমির মালিকদের আয় আগের তুলনায় বেড়েছে। ২০১৩-২০১৯ সালের মধ্যে এই আয় বৃদ্ধি পেয়েছে ১০%। পাশাপাশি বড় চাষীদের আয় বেড়েছে ২%।
তবে এই সমীক্ষা এবং সমীক্ষার রিপোর্ট তৈরি করা হয় করোনাকালে আগে। করোনাকাল এবং পরবর্তী সময়ে ভারতের পাশাপাশি বিশ্বের প্রায় প্রতিটি দেশ অর্থনৈতিকভাবে বিপুল ক্ষতির সম্মুখীন। সেই জায়গায় আগের এই রিপোর্ট দেশকে অনেকটা স্বস্তি দিলেও বর্তমানে দেশকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।