India vs Bangladesh Army: ভারত ও বাংলাদেশ, কোন দেশের সেনাবাহিনী কতটা শক্তিশালী? যুদ্ধ হলে কি হবে?

Madhab Das

Published on:

Advertisements

মাধব দাস : বাংলাদেশে বর্তমানে যে অস্থির পরিস্থিতি চলছে তা নিয়ে শুধু বাংলাদেশীরা বা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষীরা চিন্তিত এমন নয়। চিন্তা বেড়েছে ভারতেরও। কেননা বাংলাদেশ ভারতের পড়শী দেশ হওয়ার কারণে এমন চিন্তা বেড়েছে। এমনকি অনেকেই মনে করছেন, হাসিনা সরকারের পতনের পিছনে আন্তর্জাতিক কোন পরিকল্পনা থাকতে পারে এবং আগামী দিনে তার খেসারত দিলেও দিতে হতে পারে ভারতকে।

Advertisements

বাংলাদেশের ক্ষমতা এখন আক্ষরিক অর্থে সেনাবাহিনীর হাতে থাকার পরিপ্রেক্ষিতে সেই দেশের সেনাবাহিনী কতটা শক্তিশালী, ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা থেকে কতটা পিছিয়ে, যদি কোনদিন ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে শক্তির দিক দিয়ে কারা এগিয়ে থাকবে এমন নানান প্রশ্নও সাধারণ মানুষদের মধ্যে ঘোরাফেরা করছে। সেই সকল প্রশ্ন ও কৌতূহলের অবসান ঘটাতে আজকের এই প্রতিবেদন, যেখানে ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষমতার পার্থক্য (India vs Bangladesh Army) দেখানো হল।

Advertisements

বাংলাদেশ ছোট একটি দেশ হলেও কিন্তু সেনাবাহিনীর ক্ষমতার দিক দিয়ে খুব একটা যে তলানিতে রয়েছে তা নয়। চলতি বছর গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিতে শক্তিশালী ১৪৫ টি দেশের যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় বাংলাদেশের সেনাবাহিনী রয়েছে ৩৭ নম্বরে। বাংলাদেশ সরকার প্রতিবছর তাদের সেনাবাহিনীর জন্য ৬.৯৯ বিলিয়ন ডলার, যা বাংলাদেশী টাকায় ৮২১৫৫ কোটি টাকা খরচ করে থাকে। ভারত ও পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ার দেশ হিসাবে প্রতিরক্ষা খাতে খরচের এই তালিকায় বাংলাদেশ রয়েছে তিন নম্বরে।

Advertisements

আরও পড়ুন ? C 130j Hercules Plane: হাসিনাকে দেশ থেকে উড়িয়ে নিয়ে যায় C 130j Hercules Plane, জানেন এই শক্তি কতটা?

বাংলাদেশের সেনাবাহিনীতে কোন রিজার্ভ সেনা না থাকলেও সক্রিয় সেনা রয়েছে ১৬৩০০ জন। আধা সামরিক বাহিনীর সদস্য ৬৮ লক্ষ। এছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীতে রয়েছে ৩২০টি ট্যাঙ্ক, ১৩১০০ টি সাঁজোয়া গাড়ি, ২৩ টি অটোমেটিক আর্টিলারি, টাওড আর্টিলারি ৩৭০, রকেট আর্টিলারি ৭১ টি। এছাড়াও আরও বেশ কিছু সরঞ্জাম রয়েছে তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য। এর পাশাপাশি বাংলাদেশের বায়ুসেনার হাতে রয়েছে ২১৬ টি এয়ারক্রাফট, ৪৪ টি যুদ্ধবিমান, ৮৭ টি ট্রেইনার বিমান, ৭৩ টি হেলিকপ্টার, চারটি মিশন ক্রাফট, ১৬ টি ট্রান্সপোর্ট বিমান। বাংলাদেশের নৌবাহিনী হাতে রয়েছে সাতটি ফ্রিজেট, ছয়টি কর্ভেট, দুটি সাবমেরিন, ৫৫টি পেট্রোল ভেসেল, পাঁচটি মাইন ওয়ারফেয়ার।

এক্ষেত্রে ভারতীয় সেনা বা ভারতের প্রতিরক্ষা সেক্টরের ধারেভারে কোন ক্ষেত্রেই বাংলাদেশ কাছে পিঠে নেই। কেননা গ্লোবাল রিপোর্ট অনুযায়ী ভারতীয় সেনাবাহিনী এখন বিশ্বে চতুর্থ স্থান অধিকার করে রয়েছে। আমেরিকা, রাশিয়া এবং চীনের পর এই ভারতের স্থান। এসব ক্ষেত্রে ভারত বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে অস্ত্রশস্ত্র সব দিক দিয়েই কয়েকগুণ এগিয়ে রয়েছে।

Advertisements