বাংলাএক্সপি ডেস্কঃ পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড আমানতকারীদের ক্ষেত্রে সঞ্চয়ের একটি অন্যতম মাধ্যম। তবে এবার এই পিপিএফ-এর (PPF New Rules) ক্ষেত্রে তিনটি নিয়মে বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিভাগ গত ২১ আগস্ট এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে পিপিএফ সংক্রান্ত যে তিনটি নিয়মে বদল আনা হয়েছে তার মধ্যে একটি হলো অপ্রাপ্ত বয়স্কদের জন্য। অন্য দুটি হলো অ্যাকাউন্ট সংক্রান্ত এবং অনাবাসী ভারতীয়দের জন্য। যে সকল আমানতকারীরা জাতীয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে থাকেন তাদের এই সকল নিয়মে পরিবর্তন সম্পর্কে জ্ঞাত থাকা অত্যন্ত জরুরী।
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যে সকল অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট রয়েছে সেই সকল অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হারের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হচ্ছে। এক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থাকলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে যে পরিমাণ বার্ষিক সুদ দেওয়া হয় সেই একই পরিমাণ সুদ দেওয়া হবে অনিয়মিত অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে। এক্ষেত্রে যখন অপ্রাপ্ত বয়স্কের বয়স ১৮ বছর পূর্ণ হলে তারপর সুদের হার প্রযোজ্য হবে।
যদি একাধিক পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলা হয় সেক্ষেত্রে প্রাথমিক যে অ্যাকাউন্ট রয়েছে সেখানেই সমস্ত সুদের হার জমা পড়বে। যতক্ষণ না বার্ষিক সুদের হার সীমা অতিক্রম করে ততক্ষণ এইভাবে চলবে। এছাড়াও প্রথম ও দ্বিতীয় অ্যাকাউন্ট ছাড়া অন্য কোন অ্যাকাউন্টে কোন সুদ দেওয়া হবে না।
এছাড়াও অনাবাসী যে সকল ভারতীয়রা রয়েছেন যারা জাতীয় সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রেও নিয়মে বদল আনার ঘোষণা করা হয়েছে। এই সকল সমস্ত নিয়ম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।