নিজস্ব প্রতিবেদন : এখন দেশের অধিকাংশ মানুষ নিজেদের টাকা পয়সা সঞ্চয় রাখার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর নির্ভরশীল। প্রয়োজনে সেই টাকা এটিএম অথবা চেক মারফত তুলে থাকেন গ্রাহকরা। তবে যদি অ্যাকাউন্টে কোন টাকা না থাকে তাহলে! স্বাভাবিকভাবেই অ্যাকাউন্টে টাকা না থাকলে টাকা তুলতে পারেন না গ্রাহকরা। কিন্তু সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে এমন এক ব্যবস্থা আনা হয়েছে যাতে অ্যাকাউন্টে টাকা না থাকলেও ১০০০০ টাকা পর্যন্ত এটিএম থেকে তোলা যেতে পারে।
কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের প্রতিটি মানুষকে ব্যাংকের আওতায় আনার জন্য শুরু করেছে প্রধানমন্ত্রী জন ধন যোজনা। এই যোজনার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ব্যাংক অ্যাকাউন্ট করে দেওয়া হয় গ্রাহকদের। এছাড়াও এই যোজনার আওতায় যে সকল গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্ট করে থাকেন তারা বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন যা অন্যান্যরা পান না।
এই যোজনার আওতায় অ্যাকাউন্টধারীরা যে সকল সুবিধা পেয়ে থাকেন সেই সকল সুবিধা সম্পর্কে আবার অনেকের তেমন ধারণা নেই। ব্যাঙ্কিং, ক্রেডিট, বিমা, পেনশনের মতো আর্থিক বিভিন্ন পরিষেবা পেয়ে থাকেন অ্যাকাউন্টধারীরা। এছাড়াও রয়েছে ওভারড্রাফটের সুবিধা। এই সুবিধার মধ্য দিয়েই অ্যাকাউন্টে টাকা না থাকলেও ১০ হাজার টাকা পর্যন্ত তোলা যায়।
আগে এই যোজনার আওতায় যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা ৫ হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাফট করার সুবিধা পেতেন। কিন্তু পরে ওভার ড্রাফ্ট করার এই টাকার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে এবং এখন ১০০০০ টাকা ওভার ড্রাফ্ট করা যায়। এমনকি কোনরকম শর্ত ছাড়াই ২০০০ টাকা ওভারড্রাফট করতে পারবেন অ্যাকাউন্টধারীরা।
এমন ওভারড্রাফ্ট করার সুবিধা নেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের অ্যাকাউন্টের বয়স হতে হবে নূন্যতম ৬ মাস। আগে ৬০ বছর বয়স পর্যন্ত ওভারড্রাফট করার সুবিধা পেতেন অ্যাকাউন্টধারীরা। যদিও এই বয়সসীমা এখন বাড়িয়ে করা হয়েছে ৬৫ বছর। তবে প্রতি পরিবারের কেবলমাত্র একজন সদস্য এই ওভারড্রাফ্ট করার সুবিধা পাবেন।