মাত্র ১০০ টাকার বিনিময়ে ৩৬০০০ টাকা পেনশন, কেন্দ্র সরকারের নয়া প্রকল্প

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল সিকিউরিটি স্কিমের অন্তর্গত একটি প্রকল্পটির, যার নাম প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা চালু করেছে কেন্দ্র সরকার৷ জাতীয় পেনশন প্রকল্পের অন্তর্ভুক্ত রেখে এই প্রকল্পটি লঞ্চ করা হয়েছে। যাতে মাসে মাত্র ১০০ টাকা বিনিয়োগেই পাওয়া যাবে বার্ষিক ৩৬,০০০ টাকার পেনশন। ৬০ বছর পরে নিশ্চিত পেনশনের টাকা পাওয়ার সুযোগ সুবিধা থাকছে।

অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষেরা, যেমন রিকশা চালক, ফুটপাতে যিনি ব্যবসা করেন, যিনি পরিচারক বা পরিচারিকার কাজ করেন, মিড ডে মিলের দলে কাজ করেন, ধোপার কাজ করেন এই রকম পেশার সাথে যুক্ত মানুষেরা যাঁদের মাসিক আয় ১৫,০০০ টাকার কম এই প্রকল্পে নিজেদের অন্তর্ভুক্ত করতে পারেন।

১৮ থেকে ৪০ বছর বয়সীরা এই প্রকল্পে বিনিয়োগের সুযোগ পাবেন। এই প্রকল্প তাদের জন্যও, যাদের নিজস্ব ব্যবসা রয়েছে। সেই সমস্ত ব্যবসাদাররাও এই প্রকল্পে বিনিয়োগ করলে ৬০ বছর পর মাসে ৩০০০ টাকা করে অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা পেনশন পাবেন। তবে ব্যবসাদারদের ক্ষেত্রে বাৎসরিক আয়ের একটি সীমানা বেঁধে দেওয়া হয়েছে।

এই প্রকল্পটি শুরু করতে হলে গ্রাহকদের অবশ্যই আধার কার্ড থাকা প্রয়োজন, পাশাপাশি থাকতে হবে সেভিংস অ্যাকাউন্ট অথবা জনধন যোজনা অ্যাকাউন্ট। এগুলি থাকলে মাত্র দুই থেকে তিন মিনিটেই এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করা যাবে। কোন ব্যক্তির বয়স ৩০ বছর হলে প্রতি মাসে তাকে কম করে ১০০ টাকা বিনিয়োগ করতে হবে। অর্থাৎ বছরে ১২০০ টাকা বিনিয়োগ। এইভাবে প্রতিমাসে সঞ্চয় করলে দেখা যাবে ওই ব্যক্তির ৬০ বছর বয়সে সঞ্চয় দাঁড়াচ্ছে ৩৬০০০ টাকা।

এরপর ৬০ বছর বয়সের পর থেকে ওই ব্যক্তি মাসে ৩০০০ টাকা নিশ্চিত পেনশন স্কিমে পড়বেন। কোন পেনশনভোগী মারা গেলে তার স্ত্রী ৫০% অর্থাৎ ১৫০০ টাকা করে মাসে পেনশন পাবেন।