মাসে ১ টাকাতেই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, মিলবে দু’লক্ষ টাকার কভারেজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে একটি সুরক্ষা বিমা যোজনা আনা হয়েছে যার মাধ্যমে মাসে মাত্র ১ টাকা দিয়েই পাওয়া যেতে পারে দু’লক্ষ টাকা পর্যন্ত কভারেজ। কেন্দ্র সরকার এই প্রকল্প নিয়ে এসেছে মূলত আর্থিক ভাবে পিছিয়ে পরা, দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারদের জন্য। এই সকল পরিবারগুলি নিজেদের আর্থিক অস্বচ্ছলতার কারণে তেমন কোনো বিমা করেন না। তাই তাদের কথা মাথায় রেখেই বছরে মাত্র ১২ টাকা খরচ করে মিলবে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা।

Advertisements

Advertisements

কেন্দ্র সরকারের এই প্রকল্পের আওতায় বিমা করানো যাবে আপনার নিকটবর্তী যেকোনো ব্যাঙ্কের শাখায়। ব্যাঙ্কের তরফ থেকে কোনো গ্রাহক এই বিমা নিয়ে আগ্রহী থাকলে তাকে ব্যাঙ্কের কর্মীরা এনিয়ে আরও বিস্তারিত জানিয়ে দেবেন। এছাড়াও এজেন্ট থাকলে সেই এজেন্টের মাধ্যমেও এই প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করা যাবে। সরকারি এবং বেসরকারি বিমা সংস্থাগুলির মাধ্যমে ব্যাঙ্ক মারফত এই যোজনা দেওয়া হচ্ছে।

Advertisements

এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত হয়ে যাওয়ার পর প্রতি মাসের প্রথম দিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক টাকা করে কেটে নেওয়া হবে। এর বিনিময়ে গ্রাহকরা পাবেন দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে দু’লক্ষ টাকা। অর্থাৎ কোন ব্যক্তি এই বিমার আওতায় থাকা অবস্থায় দূর্ঘটনাবশত মৃত্যু হলে তার পরিবার এই দু লক্ষ টাকা পাবেন। তবে এই যোজনায় যে সকল ব্যক্তিরা নাম লেখাবেন তাদের বয়স ৭০ বছর পার হয়ে গেলে তা আর কার্যকর থাকবে না। এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও বন্ধ হয়ে যাবে এই বিমা পলিসি।

Advertisements