নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের তৃণমূলের বৈতরণী পার করার পিছনে সবচেয়ে বেশি হাত যার তিনি হলেন প্রশান্ত কিশোর (Prashant Kishore), এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। আর এবার এই প্রশান্ত কিশোরকেই সন্দেশখালি নিয়ে মুখ খুলতে দেখা গেল। ভোটে সন্দেশখালি (Prashant Kishore on Sandeshkhali) কতটা প্রভাব ফেলবে তা নিয়েই তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন।
দেশে এখন ২০২৪ এর লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রথম দফার ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল। আর তার আগেই দেশের অন্যান্য জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করা রাজনৈতিক দলগুলি লড়াইয়ে নেমে পড়েছে। রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে। আর এরই মধ্যে সন্দেশখালি নিয়ে প্রশান্ত কিশোরের মন্তব্য রীতিমতো বেগ দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলকে।
প্রশান্ত কিশোরের কথা অনুযায়ী, চলতি লোকসভা নির্বাচনে সন্দেশখালি বিজেপিকে অনেকটাই মাইলেজ দেবে। শুধু সন্দেশখালি নয়, এর পাশাপাশি প্রশান্ত কিশোর মনে করেন, পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে সন্দেশখালি হোক বা না হোক বিজেপি বাংলায় অনেক উত্থান করেছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি মনে করেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি যে পরিমাণ আসন পেয়েছিল তার থেকে আসন কমবে তা নয়।
আরও পড়ুন ? Prashant Kishore Prediction: বিরোধীদের হাল বেহাল! কত আসন বাড়তে পারে বিজেপির, জানালেন প্রশান্ত কিশোর
এছাড়াও প্রশান্ত কিশোর দাবি করেছেন, বাংলার মাটিতে এখন তিনি না থাকলেও, যখনই সন্দেশখালির মত কোন ঘটনা ঘটে তখন তা শাসকদলকে বেগ দেয়। দিল্লিতে বসে অনেকেই ভাবেন, বাংলায় বিজেপি শেষ হয়ে গিয়েছে। কিন্তু তা নয়। কেননা বিজেপি আজও পশ্চিমবঙ্গে খুব শক্তিশালী দল। এরই সঙ্গে সঙ্গে তিনি দাবি করেছেন, এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি অনেক ভালো নম্বর পেতে পারে।
তবে প্রশান্ত কিশোরের এই সকল দাবিকে একেবারেই মানতে নারাজ তৃণমূল। তৃণমূলের বসিরহাটের প্রার্থী হাজী নুরুল ইসলাম এসবকে বিশ্বাস করেন না বলে দাবি করেছেন। তার কথা অনুযায়ী, তিনি যেদিন সন্দেশখালি গিয়েছিলেন সেদিন সেখানকার মানুষদের মধ্যে জয়জয়কার, উল্লাস দেখেছেন। ৪ তারিখ অর্থাৎ ভোট গণনার দিন যা হওয়ার তা দেখা যাবে বলেও তার মুখ থেকে শোনা গিয়েছে।