প্রশান্ত কিশোর যোগ দিতে চেয়েছিলেন বিজেপিতে, বিস্ফোরক দাবি অমিত শাহের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের বাইরে প্রশান্ত কিশোরের নামটা প্রচলিত থাকলেও পশ্চিমবঙ্গের বাসিন্দারা মূলত তাকে চেনেন ঊনিশের লোকসভা নির্বাচনের পর থেকেই। সেই বছর লোকসভা নির্বাচনে লক্ষ্যমাত্রায় ভরাডুবি খেয়ে রাজ্যের শাসকদল তৃণমূল রাজনীতি স্ট্যাটিজিকার হিসেবে প্রশান্ত কিশোরকে নিয়োগ করে। যার পরেই রাজ্যজুড়ে তাকে নিয়ে হাজার আলোচনা শুরু হয়। কিন্তু এই প্রশান্ত কিশোরই একসময় বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। বাংলার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisements

Advertisements

সেই সাক্ষাৎকারে অমিত শাহকে প্রশ্ন করা হয়, ‘সম্প্রতি এক আলোচনা সভায় নিতিশ কুমার জানিয়েছিলেন আপনার অনুরোধেই প্রশান্ত কিশোরকে দলে নিয়েছিলেন তিনি।’ আর এই প্রশ্নের উত্তরে অমিত শাহ সোজাসাপ্টা জানান, ‘হ্যাঁ, বলেছিলাম’। আর এরপরেই অমিত শাহ পুরো বিষয়টি খোলাসা করেন।

Advertisements

অমিত শাহ বলেন, “প্রশান্ত কিছু আমার কাছে সক্রিয় রাজনীতিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু আমাদের দলে কোন স্ট্রাটিজিস্ট বলে কিছু হয় না। আমাদের দলের সবাই রাজনৈতিক কর্মী এবং তারাই রাজনৈতিক স্ট্র্যাটেজি তৈরি করে। তাই আমি তাকে বলেছিলাম নীতীশ কুমারের সাথে কথা বলতে। তখন উনি আমাকে বলেন নীতিশ বাবুর সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। যাওয়ার পর আমি নিতিশ কুমারকে প্রশান্ত কিশোরের কথা বলি। নিতিশ কুমার ভেবেছিলেন প্রশান্ত কিশোর এলে লাভ হবে। তাই তাকে দলে নিয়েছিলেন। কিন্তু সেখানে প্রশান্ত কিশোর টিকতে পারেননি। তো আমি কি করবো?”

[aaroporuntag]
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ভোট কৌশলী হিসাবে যোগ দেওয়ার আগে প্রশান্ত কিশোর ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নীতীশ কুমারের দল JDU-এ যোগ দেন। কিন্তু একাধিক ইস্যু নিয়ে মতবিরোধ হওয়ায় ২০২০ জানুয়ারি মাসে প্রশান্ত কিশোর থেকে দল থেকে বহিষ্কার করে দেন নীতিশ কুমার।

Advertisements