ডিল চূড়ান্ত, এই পদ পেলেই কংগ্রেসে প্রশান্ত কিশোর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে দফায় দফায় কংগ্রেসের বৈঠক রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে। বেশ কিছুদিন ধরেই এই জল্পনা তৈরি হওয়ার পাশাপাশি প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা আরও তুঙ্গে হয়ে উঠেছে। এমনকি শেষ খবর অনুযায়ী জানা যাচ্ছে, প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়া এক প্রকার চূড়ান্ত।

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে, যেকোনো সময় প্রশান্ত কিশোর জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নিতে পারেন। এর পাশাপাশি এটাও জানা যাচ্ছে, কেবলমাত্র দলে যোগ দেওয়া নয়, এর পাশাপাশি প্রশান্ত কিশোর রণকৌশল তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে এই নিয়ে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে, প্রশান্ত কিশোরের দলে যোগ দেওয়ার নিয়ে সনিয়া গান্ধী একটি বিশেষ দল গঠন করেছিলেন। সোনিয়া গান্ধীর দাবি ছিল, প্রশান্ত কিশোর যদি একান্তই কংগ্রেসে যোগদান করতে চান তাহলে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। অন্যদিকে প্রশান্ত কিশোর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, প্রশান্ত কিশোর কংগ্রেসের কার্যকরী সভাপতি পদ পেলেই কংগ্রেসে যোগ দিতে কোনো বাধা থাকবে না তার।

Advertisements

প্রশান্ত কিশোর এবং তার সমস্ত আইপ্যাক গত বেশ কয়েকটি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চিমবঙ্গে তৃণমূলকে এবং অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেসকে জয়লাভ পেতে বিপুল সাহায্য করেছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার এই ভূমিকা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। কারণ তৃণমূলের হয়ে তিনি যখন কাজ শুরু করেন সেই সময় শাসক দল তৃণমূল নানান ভাবে জর্জরিত। সেই জায়গা থেকে দেশের তাবড় তাবড় বিজেপি নেতাদের প্রচারকে আটকে পুনরায় সরকার ফেরে তৃণমূল।

কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে প্রশান্ত কিশোরের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে ভোট কৌশল নিয়ে কি হবে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের ভবিষ্যৎ। কারণ তৃণমূল ছাড়াও, ওয়াইএসআর কংগ্রেস এবং কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি। এই পরিস্থিতিতে ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে এমন পরিস্থিতিতে কবে তিনি কংগ্রেসের যোগ দেন সেটাই এখন দেখার।

Advertisements