নিজস্ব প্রতিবেদন : ২০২০ সালের আইপিএলে প্রবীণতম ক্রিকেটার হিসেবে নাম লেখাতে চলেছেন এই তারকা। তিনি এবার কলকাতা নাইট রাইডার্সের ঘরে। ৪৮ বছর বয়সে আবারও ভেলকি দেখাতে মাঠে নামতে চলেছেন প্রবীণ তাম্বে। কলকাতা নাইট রাইডার্স নিলামে ২০ লাখ টাকা দিয়ে তাঁকে কিনেছে৷ নিলামের টেবিলে ভেলকি দেখালেও মাঠে কতটা ভেলকি দেখান এই প্রবীণ ক্রিকেটার তাই এখন দেখার।
আইপিএলে প্রবীণ তাম্বের অভিষেক হয় ২০১৩ সালে ৪১ বছর বয়সে। তখন তিনি রাজস্থান রয়্যালসের খেলোয়াড়। অভিষেক ম্যাচ হয় দিল্লি ডেয়ারডেভিলসের (দিল্লি ক্যাপিটালস) বিরুদ্ধে। তবে অভিষেক বছর তাঁর পক্ষে খুব একটা দাগ টানতে পারেনি আইপিএলে। তিনটি ম্যাচে পেয়েছিলেন মাত্র একটি উইকেট। তবে ২০১৪ সাল ছিল তাঁর কাছে সফলতম আইপিএল বছর।
২০১৪ সালে ১৩ ম্যাচে ১৫ টি উইকেট যায় তাঁর ঝুলিতে। সে বছরই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। সেই মরসুমেই জিতেছিলেন পার্পল ক্যাপ। এরপর আইপিএলে হায়দরাবাদ ও গুজরাত লায়নসের হয়ে খেলেছেন৷ আর এবার কলকাতা নাইট রাইডার্সে খেলবেন এই প্রবীণ ক্রিকেটার।
আইপিএলের ইতিহাসে এযাবত ৩৩ টি ম্যাচ খেলেছেন। যাতে ১১০ ওভার বল করে তুলে নিয়েছেন ২৮ টি উইকেট। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০ রানে চার উইকেট তাঁর IPL কেরিয়ার বেস্ট পারফরম্যান্স। ঘরোয়া টি-২০ ক্রিকেটে ৬১ ম্যাচে ৬৭ টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তাঁর।