I.N.D.I.A. না N.D.A.! কে করবে বাজিমাত? কি ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা

নিজস্ব প্রতিবেদন : বিজেপি (BJP) বিরোধী রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই প্রস্তুতির ফল হিসাবে ২৬ টি রাজনৈতিক দলের একত্রিত রূপের নাম হয়েছে I.N.D.I.A.। অন্যদিকে বিজেপিও এই লড়াইয়ে পিছিয়ে নেই, তাদের তরফ থেকে ৩৮টি রাজনৈতিক দলকে নিয়ে নতুন করে N.D.A.-র শক্তি প্রদর্শন করা হয়েছে। তবে এই দুই জোটের লড়াইয়ে এখন একটি প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে আর সেই প্রশ্ন হল, কে করবে বাজিমাত?

আগামী লোকসভা নির্বাচন অর্থাৎ ২০২৪ এর প্রধানমন্ত্রীর লড়াইয়ে কে বাজিমাত করবে তা জানতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে। কিন্তু যদি এখনই ভোট হয় তাহলে কি ফলাফল আসতে পারে তার একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে India TV CNX Opinion Poll। ইন্ডিয়া টিভি দেশ কি আওয়াজ-এ এই সমীক্ষা রিপোর্ট সম্প্রচার করেছে। যেখানে উঠে এসেছে এখনই নির্বাচন হলে কারা বাজিমাত করতে পারে।

ইন্ডিয়া টিভি যে সমীক্ষা চালিয়েছে সেই সমীক্ষার রিপোর্ট থেকে যা পাওয়া যাচ্ছে তাতে কার্যত হাসি ফুটেছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। কারণ এই সমীক্ষার রিপোর্টে জানানো হয়েছে, এখনই ভোট হলে ফের একবার একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনরকম বাধা থাকবে না ন্যাশানাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA) র। তারা ৩১৮ টি আসন পেতে পারে। তবে বিজেপি জোট যেমন একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে জানা যাচ্ছে ঠিক সেই রকমই আবার কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যাও বৃদ্ধি পাবে।

সমীক্ষা অনুযায়ী এখনই যদি লোকসভা নির্বাচন হয় তাহলে I.N.D.I.A. ১৭৫ টি আসন পাবে। এছাড়াও অন্যান্যরা পেতে পারে ৫০ টি আসন। স্বাভাবিকভাবেই সমীক্ষা থেকে যা উঠে আসছে তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপির আসন সংখ্যা কিন্তু গতবারের তুলনায় কমে যাবে। গতবার যেখানে বিজেপি একাই ৩০৩ টি আসন পেয়েছিল সেই জায়গায় তাদের আসন সংখ্যা কমে দাঁড়াতে পারে ২৯০। অন্যদিকে কংগ্রেসের আসন সংখ্যা ৫২ থেকে বের হতে পারে ৬৬।

অন্যদিকে এই সমীক্ষা অনুযায়ী দেশের তৃতীয় বৃহত্তম দল হিসাবে জায়গা করে নিতে পারে তৃণমূল কংগ্রেস। কেননা তাদের লোকসভার আসন সংখ্যা ২২ থেকে বেড়ে দাঁড়াতে পারে ২৯। এছাড়াও ওয়াইএসআর কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১৮। উদ্ভব ঠাকরের শিবসেনার আসন সংখ্যা ৬ থেকে বেড়ে হতে পারে ১১ এবং কেজরিওয়ালের আম আদমি পার্টির আসন সংখ্যা হতে পারে ১০।

দেশের প্রতিটি রাজ্যের মধ্যে বিজেপিকে সবথেকে বেশি মাইলেজ দিতে পারে উত্তর প্রদেশ। উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭৩টিই যেতে পারে বিজেপির ঝুলিতে। তবে পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমে যেতে পারে বলে সমীক্ষায় বলা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা দাঁড়াতে পারে ১২।