2024 Horoscope of Mamata Banerjee: মোদিকে টেক্কা দেবে মমতা! লোকসভায় কত আসন পাবে তৃণমূল! দেখে নিন ভবিষ্যদ্বাণী

Prediction of Mamata Banerjee’s political career in 2024 as per Horoscope: প্রথমবার ২০১১ সালে এরাজ্যে ক্ষমতায় এসেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজও তিনি নিজের ক্ষমতাকে বজায় রেখেছেন। তৃতীয়বার ২০২১ সালে ফের তিনি ক্ষমতায় আসেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ বছরই আয়োজিত হতে চলেছে লোকসভা নির্বাচন। প্রত্যেকটি রাজনৈতিক দলের নজর এখন সেই নির্বাচনের দিকে। নিজের জায়গাকে মজবুত করতে কতটা লড়াই করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী? কেমন কাটবে তার এই বছর জানেন কি সেটা (2024 Horoscope of Mamata Banerjee)?

বিজেপিকে থামানোর জন্য উঠে পড়ে লেগেছে বাকি বিরোধী দলগুলি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ভূমিকা কোথায় জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে। অবিজেপি দলগুলিকে নিয়ে গঠিত ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার দায়িত্ব দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিজেপিকে নির্বাচনে হারানোর চেষ্টা করা। তাই এবছর তার কেমন কাটবে সে বিষয়ে সবাই কৌতুহলী (2024 Horoscope of Mamata Banerjee)।

একটা উল্লেখযোগ্য বিষয় সবসময়ই মাথায় রাখতে হবে যে, বিধানসভা নির্বাচনে সাফল্য লাভ করা এবং লোকসভা নির্বাচনে জয়লাভ অনেকটাই আলাদা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যারিশম্যাটিক ইমেজের মুখোমুখি হওয়া সত্যি বড় চ্যালেঞ্জের বিষয়ে তৃণমূলের পক্ষে। যাই হোক চটজলদি জেনে নেওয়া যাক জ্যোতিষ গণনা অনুসারে ২০২৪ সালে কী অপেক্ষা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের জন্য(2024 Horoscope of Mamata Banerjee)।

তৃণমূল নেত্রীর জন্ম হয়েছিল ১৯৫৫ সালের ৫ জানুয়ারি এই কলকাতা শহরে। তার রাজনৈতিক মর্যাদাবৃদ্ধি সম্পর্কে জানতে হলে একনজরে দেখে নিন এই প্রতিবেদনটি। মাননীয়া মুখ্যমন্ত্রীর কোষ্ঠীতে ধনু রাশিতে সূর্য ও বুধের শুভ রাজযোগ তৈরি হচ্ছে, যারফলে কুণ্ডলীতে লাভের একাদশ ঘরে বসে উচ্চ রাশির শনির মহাদশা চলছে। তিনি ২০১১ সালে শনির মহাদশায় প্রথমবার মুখ্যমন্ত্রীর আসনে বসেন। বর্তমানে তার শনির মহাদশায় রাহুর অন্তঃদশা চলছে এবং প্রভাব চলবে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত। স্বাস্থ্য নিয়েও ভোগান্তি থাকবে আর রাহুর উপর শনির দৃষ্টি থাকায় দলের সদস্যদের মধ্যে থাকবে বিবাদ। তবে শনি ও রাহু উভয়ই শুভ গ্রহের রাশিতে এবং শুভ গ্রহের নবমশায় অবস্থিত হওয়ায় জ্যোতিষ গণনা অনুসারে লোকসভা নির্বাচনে গতবারের চেয়ে সাফল্য পাবেন আরো বেশি।

আরও পড়ুন 👉 India Alliance Face: কে হবেন বিরোধী জোটের মুখ! মানুষ কাকে চাইছেন! কত ভোট পেলেন মমতা

তৃণমূল কংগ্রেসের রাশি হলো মীন তাই এই দলের ছকে বৃহস্পতি, মঙ্গল, শুক্র এবং চন্দ্র একাদশ ঘরে বৃহৎ ধন যোগ তৈরি করেছে। দলটি গঠন হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে দিনকে দিন। ২০১১ সালে তিনি ৩২ বছরের বাম শাসন হটিয়ে প্রথমবার ক্ষমতায় আসেন তখন রাহুতে বৃহস্পতির দশা ছিল। কিন্তু মীন রাশির ষষ্ঠ ঘরে রাহুর উপস্থিতির প্রভাবে নানা বিতর্ক ও সংঘর্ষের সঙ্গে জড়িয়ে গেছে তার দলের নাম। পাশাপাশি এই রাজ্যের প্রভাব রাশি মিথুনের অষ্টম ঘরে বসে ধ্বংসাত্মক দশা গঠন করেছে শনি। এর ফলে বিজেপির সঙ্গে তৃণমূলের তিক্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রায় হিংসাশ্রয়ী রূপ নিয়েছে।

লোকসভা নির্বাচনে এই দলের ফল ভালই হবে এমনটাই আশা করা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের আবার মীন রাশিতে রাহুর মহাদশায় চাঁদের বিংশোত্তরী দশা চলছে। রাহুতে চন্দ্র ও বুধের বিংশোত্তরী দশা ১৩ এপ্রিল ২০২৪ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত চলবে। এই বছর লোকসভা নির্বাচন হয়ে যাওয়ায় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে সর্বাধিক আসন জিততে পারে৷ চাঁদ মহাদশা নাথ রাহু থেকে ষষ্ঠে অবস্থান করছে, সেইজন্য ইন্ডিয়া জোটের নেতাদের আসন বণ্টন এবং নির্বাচনী কৌশল নিয়ে কংগ্রেস এবং বাম দলগুলির সঙ্গে বিরোধ থাকবে তৃণমূল কংগ্রেসের। তবে দলের মহিলা নেত্রীদের জন্য অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হবে এই বছরে এবং কর্মীরা ঘরোয়া রাজনৈতিক বিবাদের সম্মুখীন হতে পারেন। দলের নেতাদের বহু মামলা মোকদ্দমার সম্মুখীন হতে হবে।