Bangladesh Financial Condition: অন্তর্বর্তী সরকারে কঠিন পরিস্থিতি, টাকার অভাব কাটাতে ধার চাইছে বাংলাদেশ

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ ২০২৪ সালের জানুয়ারি মাসেই বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করার হাসিনা সরকারের পতন ঘটে ৫ আগস্ট। মাত্র ৮ মাসের মধ্যে হাসিনা সরকারের পতনের পিছনে ছিল ছাত্র আন্দোলন। কোটা আন্দোলন বাংলাদেশে এমন জায়গায় পৌঁছায় যে শেষ পর্যন্ত হাসিনা সরকারকে পদত্যাগ করে ভারতে পালিয়ে আসতে হয়। তবে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখন নতুন সংকট তৈরি হয়েছে আর সেই নতুন সংকট হল অর্থনৈতিক সংকট (Bangladesh Financial Condition)।

Advertisements

হাসিনা সরকারের পতনের পর ছাত্রদের সংগঠন এবং সেনাদের সমর্থনে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে বাংলাদেশে। বন্যায় বাংলাদেশ এখন বিপর্যস্ত। কোটি কোটি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আর সেই সকল মানুষদের পাশে দাঁড়াতে সরকারের প্রয়োজন প্রচুর টাকা।

Advertisements

ভয়াবহ বন্যার কবলে পড়ে বাংলাদেশের অবস্থা যখন দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে সেই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহঃ ইউনুস আর্থিক সংকট কাটাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। দেশের এমন অর্থনৈতিক সংকট কাটাতে ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাঙ্ক, আইএমএফ, এডিবি সহ অন্যান্য যে সকল আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা রয়েছে তাদের থেকে ৮ বিলিয়ন ডলার সাহায্য চাইছে।

Advertisements

আরও পড়ুন : Mohan Bhagwat Security: বাড়ানো হচ্ছে আরএসএস প্রধানের সুরক্ষা ব্যবস্থা, নিরাপত্তায় প্রধানমন্ত্রীর সমতুল্য সুবিধা পাবেন তিনিও

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে যা জানা গিয়েছে তাতে এই মুহূর্তে ভারতের পড়শী ওই দেশটির ১০০ বিলিয়ন ডলার ঋণের উপর দাঁড়িয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে বৈদেশিক ঋণ শোধ থেকে শুরু করে বন্যা বিপর্যস্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আইএমএফ থেকে ৩ বিলিয়ন ডলার এবং ৩০০ মিলিয়ন ডলারের প্রয়োজন। এমন পরিস্থিতিতে আগামী মাসে আইএমএফ-এর একটি দল আলোচনার জন্য বাংলাদেশে আসতে পারে বলেও জানা যাচ্ছে।

নির্বাচিত একটি সরকারের পতন এবং দেশের অন্দরে চলা আন্দোলনের পরিপ্রেক্ষিতে দিনের পর দিন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু খারাপের দিকেই যাচ্ছে। দেশে এই মুহূর্তে মুদ্রাস্ফীতি ১৪% অতিক্রম করেছে, যা গত ১৩ বছরে সর্বোচ্চ। এর পাশাপাশি নতুন অন্তর্বর্তী সরকার ইসলামিক মৌলবাদী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিএনপি’র মত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলির মাথাচাড়া দিয়ে ওঠা, বন্যা পরিস্থিতির জন্য ভারত বিদ্বেষী মনোভাব ইত্যাদি বাংলাদেশের পরিস্থিতি জটিল করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার এমন আর্থিক কঠিন পরিস্থিতি কতটা কাটিয়ে উঠতে পারে তার দিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।

Advertisements