নিজস্ব সংবাদদাতা : যশবন্ত সিনহার সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরই তার প্রতিচ্ছবি জামদানি শাড়ির উপর ফুটিয়ে তুললেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত নদীয়ার তাঁত শিল্পী বীরেন কুমার বসাক।
এই বীরেন কুমার বসাক নিজের শিল্পকলার জন্য পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হওয়ার পাশাপাশি আরও একাধিক সম্মানে সম্মানিত। শাড়ির প্রতি যাদের আকর্ষণ তারা এক ডাকেই চেনেন এই শিল্পীকে। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনকি রাষ্ট্রপতির কাছেও বাংলার নদীয়ার এই তাঁত শিল্পী তার তাঁতের শাড়ি পৌঁছে দেওয়ার কারণে প্রশংসিত। এবার তিনি আগামী ৭ আগস্ট দিল্লিতে একটি অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দেবেন তার হাতে তৈরি তাঁতের শাড়ি।
নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্য বীরেন বাবু যে জামদানি শাড়ি তৈরি করেছেন তাকে বলা হয় লাইন আর্ট জামদানি। এই শাড়িটি তৈরি করতে তার সময় লেগেছে ২০ দিন। তিনি যদি একা হাতে এই তাঁতের শাড়ি তৈরি করতেন তাহলে তা তৈরি করতে সময় লাগতো দু’মাস বা তার তুলনায় কমবেশি কয়েকদিন। তবে তাড়াতাড়ি এই শাড়ি তৈরি করার জন্য বীরেন বাবু তিনজন সহকর্মীর সাহায্য নিয়েছেন।
বীরেন বাবু এর আগেও একাধিক রাজনীতির এবং সিনেমার কলাকুশলীদের এমন তাঁতের শাড়ি তৈরি করে তাদের হাতে তুলে দিয়েছেন। তার এই কঠোর পরিশ্রম তাকে আজ সাফল্যের শীর্ষ চূড়ায় নিয়ে এসেছে। দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি নিজের হাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এই শাড়ি তুলে দিতে পারেন।
বীরেন কুমার বসাক জানিয়েছেন, যেদিন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেই দিন থেকেই তিনি চিন্তা ভাবনা করেছিলেন জামদানি শাড়ির উপর তার ছবি তুলে ধরবেন। এই পরিকল্পনা থেকেই পরবর্তী কাজ। প্রতিটি তাঁত শিল্পী দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে প্রণাম জানায়।