মাথায় হাত বলি সুন্দরী প্রীতি জিন্টার! কয়েক সেকেন্ডে খোয়ালেন ২০ লক্ষ টাকা!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বলিউডের সুন্দরী তারকা হিসাবে যেসব নায়িকাদের ধরা হয়ে থাকে তাদের মধ্যে অন্যতম হলেন প্রীতি জিন্টা (Preity Zinta)। দশকের পর দশর ধরে এই বলি সুন্দরী বিভিন্ন সিনেমায় অভিনয় করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়েছেন। তবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামানো এমন বলি সুন্দরী আচমকা কয়েক সেকেন্ডের মধ্যে ২০ লক্ষ টাকা খোয়ালেন। বিপুল পরিমাণ এই টাকা হারিয়ে রীতিমতো মাথায় হাত পড়েছে তার, পাশাপাশি আফসোস করতেও দেখা গিয়েছে।

Advertisements

প্রীতি জিন্টার কাছে ২০ লক্ষ টাকা হয়তো বড় কিছু নয়। কিন্তু তিনি এই যে টাকা হারিয়েছেন তা পুরোপুরি নিজের ভুলে। আর সেই নিজের ভুলের জন্যই তার আফসোসের সীমা নেই। এমন ঘটনাটি ঠিক যেন মুদির দোকানে ভুল জিনিস কেনার মত। তবে সেই ভুল জিনিস কিনে তা বদলে দেওয়ার আর্জি জানিও কোন লাভ হয়নি। প্রীতি জিন্টার সঙ্গে এমন ঘটনাটি ঘটেছে সদ্য সমাপ্ত হওয়া আইপিএল নিলামে (IPL 2024 Auction)। প্রীতির সেই ভুলের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)।

Advertisements

এমন ভুলের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি প্রীতির ‘গালতি সে মিসটেক’ নিয়ে কম আলোচনা হচ্ছে না। আসলে প্রীতি জিনটা দুবাইয়ে আয়োজিত অ্যাক্সেলেরেটেড অকশনের সময় এত বড় ভুল করে ফেলেন। নাম বিভ্রাটের কারণে তিনি ভুল করে অন্য খেলোয়াড় কিনে নেন। অকশনের সময় মল্লিকা সাগর যখন শশাঙ্ক সিংয়ের নাম ঘোষণা করেন সেই সময় পঞ্জাব কিংস (Punjab Kings) আগ্রহ দেখায়।

Advertisements

আরও পড়ুন ? Earning of Mukesh Ambani: IPL 2023 থেকে কত টাকা পকেটে পুরলেন মুকেশ ও নীতা আম্বানি!

যে খেলোয়াড়ের জন্য আগ্রহ দেখিয়েছিলেন প্রীতি জিন্টা সেই খেলোয়াড় ভারতীয় এবং তার বেস প্রাইস রাখা হয়েছিল ২০ লক্ষ টাকা। প্রীতি জিন্টা আগ্রহ দেখানোর পর অন্য কেউ আর ওই খেলোয়ার কে নিয়ে আগ্রহ না দেখালে সেই খেলোয়াড় কিনতে বাধ্য হন পঞ্জাব কিংস। অন্যদিকে যখন প্রীতি জিন্টা নিজের ভুল বুঝতে পারেন তখন বলেন, তিনি অন্য খেলোয়াড় কিনতে চেয়েছিলেন বলে জানান। তবে প্রীতির সেই অনুরোধ রাখা সম্ভব হয় নি।

প্রীতি জিন্টার অনুরোধ রাখা এই কারণেই সম্ভব হয়নি, কারণ আইপিএল অকশনের যে নিয়ম রয়েছে তাতে একবার কোনো খেলোয়াড় বিক্রি হয়ে গেলে তার আর বদল করা যায় না। যে শশাঙ্ক সিংকে নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে তিনি হলেন ছত্তিশগড়ের একজন অলরাউন্ডার। আইপিএল ২০২৪ এ দেখার বিষয় এই খেলোয়াড়কে কি করে পঞ্জাব। তাদের তরফ থেকে তাকে কি প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে?

Advertisements