ম্যাগি, কিটক্যাট সহ এই সকল জিনিসের দাম বাড়তে চলেছে অনেকটাই

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দিন দিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের দাম। নিত্য প্রয়োজনীয় এইসকল জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার কারণে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির অবস্থা সঙ্কটজনক। নিত্যপ্রয়োজনীয় এইসকল জিনিসপত্রের দাম বৃদ্ধির পাশাপাশি এবার দাম বাড়তে চলেছে ম্যাগি, চকলেট সহ বিভিন্ন জিনিসের।

সম্প্রতি কফি, ম্যাগি, চকলেট ইত্যাদির দামবৃদ্ধির ইঙ্গিত দিয়েছে কিটক্যাট এবং নেসক্যাফে নির্মাতা সংস্থা নেসলে। অন্যদিকে কনডোমের দাম বৃদ্ধি করার ইঙ্গিত দিয়েছে ডিউরেক্স কনডোম প্রস্তুতকারক যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা রেকিট বেনকিজার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নেসলে তাদের জিনিসপত্রের দাম বৃদ্ধি করবে জানিয়েছে। এই সংস্থার প্রধান মার্ক স্নাইডার জানিয়েছেন, চলতি বছরই তাদের উৎপাদিত পণ্যের দাম বৃদ্ধি করা হবে। একইভাবে দাম বৃদ্ধির কথা জানিয়েছে ডিউরেক্স এবং ডেটল প্রস্তুতকারক কনজিউমার পণ্য সংস্থা রেকিট বেনকিজার। তারাও খুব তাড়াতাড়ি দাম বৃদ্ধি করতে চলেছে।

এইসকল জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণ হিসাবে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার কারণেই দাম বৃদ্ধি করার পথে হাঁটছে এই সংস্থাগুলি। এই সকল সংস্থা তাদের বিভিন্ন পণ্যের দাম চলতি বছর বাড়াতে চলেছে। জানা যাচ্ছে ২০২১ সালে এই সকল পণ্য উৎপাদন করার ক্ষেত্রে খরচ বেড়েছে ১১ শতাংশ।

রেকিট বেনকিজারের প্রধান আর্থিক কর্মকর্তা জেফ কার জানিয়েছেন, ‘অপরিশোধিত তেল এবং প্লাস্টিক থেকে শিপিং এবং মজুরির খরচ বেড়েছে। এ কারণে আগামী সময়ে কোম্পানির পণ্যের জন্য গ্রাহকদের আরও বেশ টাকা খরচ করতে হতে পারে। তবে গ্রাহকদের পকেটে যাতে অতিরিক্ত বোঝা না পড়ে সেদিকেও নজর রাখার চেষ্টা করা হবে’।

জানা যাচ্ছে, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে সংস্থার এখনো পর্যন্ত যে ক্ষতি হয়েছে তার পরিপ্রেক্ষিতে ৩.১ শতাংশ দাম বৃদ্ধি করা হবে। কারণ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে এই খরচ আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছে এই সংস্থাগুলি।