নিজস্ব প্রতিবেদন : দিন দিন বেড়ে চলেছে কাঁচামালের দাম। আর এই কাঁচামালের দাম বৃদ্ধির কারণে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বৃদ্ধির দাবি তোলে কেন্দ্রের কাছে। জানা গিয়েছে এর পরেই কেন্দ্রের ওষুধের দাম নিয়ন্ত্রক সংস্থা কিছু বহুল ব্যবহৃত ওষুধের দাম কিছুটা বৃদ্ধির অনুমতি দিয়েছে। কিন্তু কিছুটা দাম বাড়ানোর অনুমতিতে খুশি নন ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। খবর মিলছে, আগামী এপ্রিল মাস থেকে ২০ শতাংশ বাড়তে পারে ওষুধের দাম।
ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির তরফ থেকে দাবি করা হয়েছে, যেভাবে কাঁচামালের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে ২০ শতাংশ দাম বৃদ্ধি করতে হবে ওষুধের। আর এই দাবির উপর গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে আমজনতা। কারণ এমনিতেই দেশজুড়ে রান্নার গ্যাস, জ্বালানি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে লাগামছাড়া ভাবে।
[aaroporuntag]
ওষুধের দাম বৃদ্ধি নিয়ে যে সকল ওষুধ এই তালিকায় রয়েছে তার মধ্যে প্রায়সই আমজনতারা ব্যবহার করে থাকেন সেগুলির মধ্যে অন্যতম হলো বেদনানাশক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিইনফেক্টিভ, হার্টের ওষুধ। এর পাশাপাশি প্যারাসিটামলেরও দামও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। প্যারাসিটামলের দাম বৃদ্ধির কারণ হিসেবে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি জানিয়েছে, এই ওষুধের কাঁচামালের দাম সবচেয়ে বেশি বেড়েছে।