নিজস্ব প্রতিবেদন : করোনা ভ্যাকসিন মানব শরীরে পরীক্ষার জন্য ICMR-এর কাছে আবেদন করেছিলেন দুর্গাপুরের সমাজসেবী শিক্ষক চিরঞ্জিত ধীবর। গত দুই মাস আগে তিনি এই আবেদন জানিয়েছিলেন। অবশেষে সেই আবেদনে সাড়া দিয়েছে ICMR। দিন দুয়েক আগে ICMR-এর তরফ থেকে ওই শিক্ষককে ফোন করে জানানো হয় তার আবেদন মঞ্জুর করার কথা। আর তারপর থেকেই তিনি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছেন বাবা মায়ের আশীর্বাদ নিয়ে।
মানব শরীরে Covaxin করোনা ভ্যাকসিন পরীক্ষার জন্য ICMR যে তাকে সম্মতি দিয়েছে তা ওই শিক্ষক নিজেই নিজের ফেসবুক পেজে পোস্ট করে জানান। তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, “ICMR এর dr.SAMIRAN PANDA জানালেন যে corona vaccine trial testএর জন্য আমাকে ডাকতে পারে ICMR.তৈরি থাকতে বললেন । তাই মানবকল্যানের জন্য আমি তৈরি।” আর এই শিক্ষক চিরঞ্জিত ধীবরই রাজ্যের প্রথম ব্যক্তি যার শরীরে এই ভ্যাকসিন পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে।
আগামী দিন কয়েকের মধ্যেই ভারত বায়োটেক এবং ICMR-এর যৌথ উদ্যোগে প্রস্তুত করা Covaxin-এর মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করা শুরু হবে। আর এই পরীক্ষামূলক প্রয়োগের দায়িত্বে রয়েছে দেশের ১২ টি সংস্থা। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক চিরঞ্জিত জানিয়েছেন, তাঁর শরীরে এই পরীক্ষামূলক প্রয়োগ হবে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে। তবে ICMR-এর তরফ সম্মতি পেলেও এই শিক্ষককে এখনো কতকগুলি ধাপ পেরোতে হবে তার শরীরে প্রতিষেধক পরীক্ষামূলকভাবে প্রয়োগের জন্য।
পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে যে পদ্ধতি জানা গিয়েছে তা হল, প্রথমেই বেশকিছু মেডিকেল পরীক্ষা হবে। সেই সকল মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই শিক্ষককে। আর এই সমস্ত প্রটোকল মানতে সময় লাগবে আরও বেশ কয়েকটা দিন। আর যে জন্য ICMR-এর বিজ্ঞানীরা মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছেন তাকে।
ICMR-এর থেকে সম্মতির এমন ফোন পেয়ে দুর্গাপুরের এই যুবা শিক্ষক খুবই আপ্লুত। তিনি জানিয়েছেন, দেশ তথা মানব সেবার জন্য তার ইচ্ছা ছিল চিরদিনের। আর সেই ইচ্ছা অবশেষে তার পূরণ হতে চলেছে। চিরঞ্জিত বাবু আরও জানিয়েছেন, “আমি নিশ্চিত সমস্ত রকম পরীক্ষা ও প্রটোকল মেনে শারীরিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হবো। দেশের মানুষকে করোনা থেকে মুক্ত করার জন্য ওই ভ্যাকসিন নিজের শরীরে ধারণ করতে পারবো।”