The Prime Minister himself invested in National Savings Certificate of Post Office: পোস্ট অফিস বা ডাকঘর নামটা শুনলেই চিঠিপত্রের কথা মনে পড়ে যায় তাই না? কিন্তু পোস্ট অফিস কি শুধু মাত্র চিঠিপত্র আদান-প্রদান করার জন্যই ব্যবহার করা হয়? একেবারেই না। পোস্ট অফিসে আপনি আর্থিক বিনিয়োগও করতে পারেন। ব্যাংকের মতন প্রায় সমস্ত সুযোগ সুবিধাই পোস্ট অফিস থেকেও পাওয়া যায়। পোস্ট অফিসে টাকা রাখা অন্যান্য সংস্থার তুলনায় অনেক বেশি সুরক্ষিত। এছাড়া ট্যাক্স বাঁচানোর (National Savings Certificate) বেশ কিছু উপায় রয়েছে এখানে। তাই গ্রাহকরা অন্যান্য অনামী ব্যাংকের তুলনায় পোস্ট অফিসে টাকা রাখতে অনেক বেশি আগ্রহী।
পোস্ট অফিসে বিনিয়োগ করার ক্ষেত্রে বেশ কিছু স্কিম রয়েছে গ্রাহকদের জন্য। সেখানে টাকা রেখে প্রচুর টাকা সঞ্চয় করতে পারেন গ্রাহকরা। আর তার মধ্যে একটি স্কিমে বিনিয়োগ করেন স্বয়ং প্রধানমন্ত্রী। স্কিমটি সম্পর্কে যতটা সম্ভব বিস্তারিত তথ্য দেওয়া হবে এই প্রতিবেদনে।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতগুলি স্কিমে বিনিয়োগ করেন তার মধ্যে অন্যতম হলো পোস্ট অফিসের ট্যাক্স সেভিং স্কিম (National Savings Certificate)। একেবারে নিরাপদ ও বছরে কর ছাড়ের সুযোগ যুক্ত এই স্কিমে সুদ পাওয়া যায় এফডির থেকেও বেশি। এই স্কিমের ক্ষেত্রে সুদের হার ৬.৮ শতাংশ ধার্য করা রয়েছে। এই স্কিমে এনএসসি তে লক ইন পিরিয়ড পাঁচ বছর রাখা হলেও বিনিয়োগের সর্বোচ্চ কোন সীমা নেই। বিনিয়োগ করতে হয় মাত্র ১০০০ টাকা।
আরও পড়ুন ? Post Office FD Scheme: ব্যাঙ্ক অতীত! পোস্ট অফিসে মাত্র ২০০ টাকায় খুলুন ফিক্সড ডিপোজিট, মিলবে এত সুদ
পোস্ট অফিসের এই স্কিমটিতে (National Savings Certificate) বিনিয়োগ করার বয়স সীমা ১৮ বছর। তবে কোন নাবালকের জন্য বিনিয়োগ করতে চাইলে এনএসসি তে বিনিয়োগ করতে পারেন। একাউন্টটি সর্বাধিক তিনজন প্রাপ্তবয়স্কের নামে একসাথে যৌথভাবে খোলা সম্ভব। দশ বছরের নিচে কোন শিশুর জন্য যদি একাউন্ট খোলা হয় তবে তার বাবা মা এই একাউন্টটি খুলতে পারবেন। আর দশ বছরের উর্ধ্বে কোন শিশুর জন্য একাউন্টটি খোলা হলে সেই শিশুটি কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাথে যৌথভাবে অংশ নিতে পারবে।
কোন ব্যক্তি ন্যাশনাল সেভিংস অ্যাকাউন্টে (National Savings Certificate) বিনিয়োগ করা টাকার উপর আয়কর আইনের নিয়ম অনুযায়ী কর ছাড়ের দাবি করতে পারেন। এক ব্যক্তি বছরে সর্বাধিক দেড় লাখ টাকা কর ছাড়ের দাবী করতে পারেন। এই স্কিমের আরও একটি সুবিধা হল এক ব্যক্তি অন্য ব্যক্তির কাছে এই ন্যাশনাল সেভিংস অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারেন। এনএসসিতে খোলা অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলা থেকে বন্ধ হওয়া অবধি মাত্র একবারই এই ট্রান্সফার করা সম্ভব একাধিক বার এই ট্রান্সফার করতে দেওয়া হবে না।