Post Office NSS Scheme: প্রধানমন্ত্রীর পোস্ট অফিসের এই স্কিমে রেখেছেন ৯.১২ লাখ টাকা! সুবিধা কী কী

Prosun Kanti Das

Published on:

Advertisements

Post Office NSS Scheme: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও সকলকে চমকে দিয়ে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSS স্কিমে (Post Office NSS Scheme) ৯.১২ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এমন এক সময় যখন শেয়ারবাজারে অস্থিরতার ঝড় বইছে, মোদীর এই সঞ্চয় পদক্ষেপ যেন সাধারণ মানুষের জন্য এক দিশারী হয়ে উঠেছে। প্রতি বছর ৭.৭ শতাংশ সুদে নিশ্চিত রিটার্নের এই স্কিম যেন বিনিয়োগকারীদের জন্য স্বপ্ন পূরণের এক সহজ পথ হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

এই স্কিমে (Post Office NSS Scheme) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল অঙ্কের লগ্নি করার খবরই যেন সকলের নজর কেড়েছে। মাত্র ১,০০০ টাকা থেকে শুরু করে এখানে বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই। এতে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করলে সুদ সহ মোট রিটার্ন যা পাওয়া যায় তা সত্যিই চমকপ্রদ। প্রধানমন্ত্রীর এই বিনিয়োগে তিনি পাঁচ বছর পর ৪.০৯ লাখ টাকার সুদ পাবেন, যা তাঁর মোট জমার পরিমাণকে প্রায় ১৩ লাখ ২১ হাজার টাকায় পরিণত করবে। এটি যেন এক সাধারণ মানুষের চোখে স্বপ্নের মতোই।

Advertisements

বিনিয়োগের নিরাপত্তা ও স্থিতিশীলতা খুঁজছেন? তবে প্রধানমন্ত্রী মোদীর পথ অনুসরণ করে পোস্ট অফিসের এই স্কিমে (Post Office NSS Scheme) বিনিয়োগ করাই হতে পারে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত। বাজারের চড়া ওঠা-নামা থেকে বাঁচতে এবং নিশ্চিন্তে সঞ্চয় বাড়াতে এনএসসি স্কিমের মতো সরকারি প্রকল্পের জুড়ি মেলা ভার। এই স্কিম আপনাকে একাধারে দেবে বাজারগত ঝুঁকি থেকে নিরাপত্তা এবং অপরদিকে দেবে নিশ্চিত লাভের আশশ্বাস।

Advertisements

আরও পড়ুন : Post Office Scheme: ৪% থেকে ৮.২% সুদ! পোস্ট অফিসের এই ১০ স্কিম সম্পর্কে অনেকেই জানেন না

পোস্ট অফিসের এই স্কিম শুধু প্রধানমন্ত্রীর নয়, দেশের যেকোনো সাধারণ নাগরিকেরও আদর্শ সঞ্চয়ের মাধ্যম হতে পারে। পাশাপাশি, এনএসসির সাথে পাবলিক প্রভিডেন্ট ফান্ড / পিপিএফ, টার্ম ডিপোজিট এবং কিষাণ বিকাশপত্র / কেভিপি স্কিমগুলোও রয়েছে, যা সঞ্চয়কারীদের জন্য স্বর্ণময় ভবিষ্যৎ গড়ার পথ সুগম করতে পারে। তাহলে আর দেরি কেন?

প্রধানমন্ত্রী মোদীর এই মহা বিনিয়োগ যেন সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের আগ্রহ বাড়িয়ে তুলেছে। তাঁর এই পদক্ষেপ শুধু আর্থিক দিক থেকেই নয়, দেশের প্রত্যেক মানুষের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। নিরাপদ, লাভজনক এবং নিশ্চিত রিটার্ন চান? তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগের জন্য এটিই হল সঠিক সময়!

Advertisements