কত টাকার মালিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? আগের তুলনায় সম্পত্তি বাড়ল না কমল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তার মন্ত্রীদের সম্পত্তির হিসাব সবার সামনে তুলে ধরার একটি ব্যবস্থা শুরু করেছিলেন। সেই প্রয়াস অনুসারে নিজেদের সম্পত্তি দেশের নাগরিকদের সামনে তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সেই মতো নিজের সম্পত্তির হিসাব তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Advertisements

প্রধানমন্ত্রীর দপ্তরের প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, আগের তুলনায় সম্পত্তি বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার সম্পত্তি বেড়েছে ২৬ লক্ষ টাকা। ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত তার সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৮৮৫ টাকা। গত বছর মার্চ মাসের শেষে সেই সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৩ লাখ টাকা।

Advertisements

প্রকাশিত হলফনামা থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মুহূর্তে কোন স্থাবর সম্পত্তি নেই। নরেন্দ্র মোদী এবং তার দুই অংশীদারিত্ব হিসাবে ১ কোটি ১০ লক্ষ টাকার জমি ছিল। যদিও সেই জমির ক্ষেত্রে নিজের অংশ দান করে দেওয়ার কারণে তার নামে বর্তমানে কোন জমি নেই।

Advertisements

প্রকাশিত হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের নামে কোন গাড়ি নেই এবং তিনি কোন শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন না। তিনি বিনিয়োগ করেন পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রকল্পে। এখানে তাঁর ৯ লক্ষ ৫ হাজার ১০৫ টাকার বিনিয়োগ রয়েছে। পাশাপাশি ১ লক্ষ ৮৯ হাজার ৩০৫ টাকার এলআইসি পলিসি রয়েছে তার নামে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রয়েছে চারটি সোনার আংটি, যেগুলির বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৪৮ হাজার টাকা। তার হাতে যে পরিমাণ নগদ রয়েছে তা হল ৩৫ হাজার ২৫০ টাকা। এছাড়াও তার ব্যাঙ্কে থাকা ব্যালেন্সের পরিমাণ বর্তমানে ৪৬ হাজার ৫৫৫ টাকা।

২০১৭-১৮ অর্থবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেতন পেতেন ১৯ লাখ ৯২ হাজার ৫২০ টাকা। ২০১৩-১৪ অর্থবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেতন ছিল ৯ লাখ ৬৯ হাজার ৭১১ টাকা। অর্থাৎ চার বছরে ১০ লাখের বেশি বেতন বেড়েছে মোদীর। তবে প্রধানমন্ত্রী হিসেবে তিনি যা বেতন পান সবটাই তিনি দান করেন। ৩১ মার্চ ২০২১ সালে প্রধানমন্ত্রীর নামে ব্যাঙ্কে জমা টাকার পরিমাণ ছিল ১ লক্ষ ৫২ হাজার ৪৮০ টাকা। বর্তমানে ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর ব্যাঙ্কে অথবা ফিক্সড ডিপোজিটে রয়েছে ২১ লক্ষ ৩৩ হাজার ২২৬ টাকা। গান্ধীনগরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে রয়েছে ৪৬ হাজার ৫৫৫ টাকা। পোস্ট অফিসে NSC সার্টিফিকেট রয়েছে ৯ লক্ষ ৫ হাজার ১০৫ টাকার। একটি জীবনবীমা রয়েছে ১ লক্ষ ৮৯ হাজার ৩০৫ টাকার।

Advertisements