২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজের সাথে জারি হবে চতুর্থ দফার লকডাউন

নিজস্ব প্রতিবেদন : ১৭ই মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন। তবে করোনাভাইরাস এখনই চলে যাবার নয়, যে কারণে ১৮ই মে থেকে জারি হবে চতুর্থ দফার লকডাউন। আর এই লকডাউন চলাকালীন থাকবে ২০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজ। তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ রাখার সময় এমনটাই জানালেন। লকডাউন বাড়ার ইঙ্গিত দিলেও সেই লকডাউন কতদিন চলবে তা সম্পর্কে আজই কিছু জানাননি তিনি। তবে চতুর্থ দফার লকডাউন কতদিন চলবে তা ১৭ই মে’র আগেই জানানো হবে।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এদিন জানান, চতুর্থ দফার লকডাউন হবে সম্পূর্ণ আলাদা প্রকৃতির। ভারতের প্রতিটি নাগরিকদের কাছে আমার আহ্বান স্বনির্ভরতা গড়ে তুলুন। রাজ্যগুলির থেকেও আমরা এবিষয়ে অনেক মতামত পাচ্ছি। আপনাদের প্রয়াস আপনাদের প্রতি আমার শ্রদ্ধা বাড়াচ্ছে। এবার স্থানীয় বাজারেও প্রচার করতে হবে। আর স্থানীয় বাজারের উপর গুরুত্ব দিয়ে এই আর্থিক প্যাকেজ ঘোষণা করা হবে।

২০ লক্ষ কোটি টাকার এই প্যাকেজ ‘আত্মনির্ভর ভারত’ অভিযানে কাজ করবে। এই আর্থিক প্যাকেজ ভারতের মোট জিডিপির ১০%। ভূমি, শ্রম, লিকুইডিটি, কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্পের জন্য এই আর্থিক প্যাকেজ। আগামীকাল অর্থাৎ বুধবার এই আর্থিক প্যাকেজের বিষয়ে অর্থমন্ত্রী তার নির্দেশিকায় সবিস্তারে জানাবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আরও বলেন, বিশ্বে কোন দিন এর আগে এমন মহাসংকট দেখিনি। গোটা বিশ্বকে তছনছ করে দিয়েছে করোনা। আমাদের বাঁচতেও হবে, আবার এগিয়ে যেতেও হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেরও অনেক বাসিন্দা তাদের স্বজনদের হারিয়েছেন। আমাদের সংকল্প আরও মজবুত করতে হবে। করোনার বিরুদ্ধে আত্মনির্ভর ভারত গড়েছি আমরা। ভারতে প্রতিদিন দু লক্ষ N95 মাস্ক তৈরি হচ্ছে, আর দু লক্ষ পিপিই কিট তৈরি হচ্ছে।