নিজস্ব প্রতিবেদন : দেশ যখন করোনা অতিমারিতে বিপর্যস্ত ঠিক সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকালবেলা চমক দিলেন দেশবাসীকে। রাজনীতির চেনা বৃত্তের বাইরে একেবারে অচেনা মুহূর্তে নিজেকে ধরা দিলেন। আর সেই অচেনা মুহূর্তের ভিডিও নিজেই শেয়ার করলেন নিজের টুইটার অ্যাকাউন্টে। আর সেই ভিডিও দেখে দেশের বহু মানুষই চমকে গিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে, সকালের প্রতিদিনের এক্সারসাইজের পর নিজের হাতে ময়ূরকে খাওয়াচ্ছেন। আর এই ১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করার পাশাপাশি তিনি হিন্দিতে একটি কবিতাও পোস্ট করেছেন। যে কবিতাতে ময়ূরের সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রায়শই ময়ূরের সাক্ষাৎ মেলে। সেই ছবি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তুলে ধরেছেন। পাশাপাশি এটাও জানা গিয়েছে যে এদিন যে ময়ূরটিকে তিনি খাওয়াচ্ছেন সেটি প্রতিদিন উনার সঙ্গী হয়ে থাকে। প্রতিদিন সকালে প্রধানমন্ত্রীর নিজের আবার সেই হাঁটাচলা করে ওই ময়ূরটি। প্রধানমন্ত্রীর দ্বারা পোস্ট করা ভিডিও জিতের দেখা গিয়েছে তারা বাসের আলাদা আলাদা জায়গায় ময়ূরের সাথে তিনি ঘুরে বেড়াচ্ছেন।
भोर भयो, बिन शोर,
मन मोर, भयो विभोर,
रग-रग है रंगा, नीला भूरा श्याम सुहाना,
मनमोहक, मोर निराला।रंग है, पर राग नहीं,
विराग का विश्वास यही,
न चाह, न वाह, न आह,
गूँजे घर-घर आज भी गान,
जिये तो मुरली के साथ
जाये तो मुरलीधर के ताज। pic.twitter.com/Dm0Ie9bMvF— Narendra Modi (@narendramodi) August 23, 2020
ভিডিও পোস্ট করার পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেছেন ময়ূর, ভোর, শান্তি, সৌন্দর্য আর নীরবতা এই সকল শব্দগুলি।