নিজস্ব প্রতিবেদন : ঘূর্ণিঝড় আমফানে বিপুল ক্ষতির সম্মুখীন পশ্চিমবঙ্গ এমনটা সকলেরই জানা। আর এই ক্ষয়ক্ষতির সম্মুখীন সবথেকে বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কোটি কোটি টাকার ফসলের ক্ষতির সম্মুখিন। আর এই ক্ষতির সম্মুখীন স্বচক্ষে দেখে যাওয়ার জন্য কেন্দ্রকে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই সূত্র মারফত খবর পাওয়া যায় আগামীকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখতে আসতেন পশ্চিমবঙ্গে।
সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা বিমানবন্দরে নামবেন। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঘূর্ণিঝড় আমফানে ক্ষয়ক্ষতির পর্যালোচনা নিয়েই এই সফর।
ঘূর্ণিঝড় আমফানে পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার তার ট্যুইটারে একটি পোস্টও করেন। যেখানে তিনি লেখেন, “”ঘূর্ণিঝড় আমফানের ক্ষয়ক্ষতি নিয়ে পশ্চিমবঙ্গের অনেক ছবি দেখলাম। এই সময়টা খুব কঠিন সময়। সারা দেশ বাংলাকে সংহতি জানাচ্ছে। রাজ্যের মানুষদের কল্যাণের জন্য প্রার্থনা জানাচ্ছি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা যায়।”
PM Narendra Modi will travel to West Bengal and Odisha to take stock of the situation in the wake of #CycloneAmphan, tomorrow. He will conduct aerial surveys and take part in review meetings, where aspects of relief and rehabilitation will be discussed: Prime Minister's Office pic.twitter.com/0z2elrTMWY
— ANI (@ANI) May 21, 2020
পাশাপাশি আরও একটি ট্যুইট করে লেখেন, “প্রশাসনের শীর্ষ স্থানীয় আধিকারিকরা পরিস্থিতির দিকে নজর রাখছেন। পশ্চিমবঙ্গ সরকারের সাথে যৌথভাবে কাজ করছে কেন্দ্র সরকার। বিপর্যস্ত এলাকায় ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স কাজ করছে।”
সূত্র মারফত এও জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বিমান আগামীকাল কলকাতায় আসার পর প্রশাসনিক কর্তাদের সাথে তার বৈঠক রয়েছে। এর পাশাপাশি নিজেও আকাশপথে পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতির পরিস্থিতি চাক্ষুষ করবেন। এদিন ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতির খোঁজ নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ সেই ফোনেই রাজ্যের ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতি জানানোর সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রীর কাছে পরিস্থিতি ঘুরে দেখার আবেদন রাখেন মুখ্যমন্ত্রী৷ নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তিনি নিজেই এই কথা জানিয়েছেন৷ পশ্চিমবঙ্গ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশার পরিস্থিতিও ঘুরে দেখবেন বলে জানা গিয়েছে।