ইন্ডিয়া গেটে বসলো নেতাজির গ্রানাইট মূর্তি, কি কি রয়েছে বিশেষত্ব

নিজস্ব প্রতিবেদন : ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তণ এসেছে। এবার এই সকল পরিবর্তনের মধ্যে বৃহস্পতিবার থেকে বদলে গেল দিল্লির রাজপথের নাম। আজ থেকে ইতিহাস হয়ে গেল রাজপথ এবং তার নতুন নাম হলো কর্তব্য পথ।

রাজপথের এই নাম পরিবর্তন হওয়ার পাশাপাশি ইন্ডিয়া গেটে বসানো হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রানাইট মূর্তি। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই গ্রানাইট মূর্তির বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীর প্রাক মুহুর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ঘোষণা ছিল।

ঘোষণার পর যত দিন পর্যন্ত আসল মূর্তি বসানো হচ্ছে ততদিন পর্যন্ত এখানে ছিল হলগ্রাম স্ট্যাচু। গত ২৩ জানুয়ারি এই হলগ্রাম স্ট্যাচুর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা ছিল ১৫ আগস্টের মধ্যে গ্রানাইট মূর্তি বসানো হবে। যদিও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি। তবে অবশেষে তা সম্ভব হলো ৮ সেপ্টেম্বর।

নেতাজি সুভাষচন্দ্র বসুর এই গ্রানাইট মূর্তি তৈরি হয়েছে ভাস্কর শিল্পী অর্জুন নাগরাজের হাত দিয়ে। পুরো মূর্তি তৈরি করা হয় মনোলিথিক গ্রানাইট পাথর দিয়ে। এই মূর্তির উচ্চতা ২৮ ফুট। ওজনের দিক দিয়ে জানা যাচ্ছে, নেতাজির গ্রানাইট মূর্তির ওজন ৬৫ মেট্রিক টন।

এদিন এই নেতাজীর গ্রানাইট মূর্তি উন্মোচনের পাশাপাশি সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের উদ্বোধন করা হয়। অন্যদিকে ঐতিহাসিক রাজপথের নাম পরিবর্তন করে ঔপনিবেশিক শাসনের প্রতীক মুছে ফেলা হলো একই দিনে। ইংরেজ আমলে ১৯২০ সালে জন্ম নেওয়া এই রাস্তার প্রথম নাম ছিল কিংসওয়ে। এই রাস্তা হলো রাইসিনা হিল থেকে বিজয় চক হয়ে ইন্ডিয়া গেট পর্যন্ত। ১৯৪৭ সালের পর এই রাস্তার নাম রাজপথ হলেও এখন থেকে এর নাম হল কর্তব্য পথ।