পাখির বাসা আর ডিম বাঁচাতে মাসের পর মাস বন্ধ রইলো গাড়ি

Sangita Chowdhury

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মানবিকতা এমন একটা জিনিস যা মানুষের সহজাত। কিন্তু এই সহজাত জিনিসটিই সকলের মধ্যে দেখা যায় না। অভিজাত বংশের অনেকের মধ্যেই আমরা কোমল মনের পরিবর্তে রুক্ষ আচরণই লক্ষ্য করে থাকি। জীবনের একটা স্তরে পৌঁছে গিয়ে প্রত্যেকেই নিজের অস্তিত্বকে ভুলে যান।নিজের মধ্যে থাকা যাবতীয় কোমলতাকে বিসর্জন দিয়ে কঠোর হয়ে ওঠেন। আর তখনই আমরা বলি মানবিকতা জিনিসটি ব্যক্তিত্বের আবরণ, যা সকলে ধারণ করতে পারেন না।

Advertisements

হ্যাঁ, সকলে ধারণ করতে না পারলেও কেউ কেউ পারেন। তাইতো আজও এই পৃথিবীটা এত সুন্দর। অর্থ নয়, প্রতিপত্তি নয়, মানবিকতাও এক অর্থে আভিজাত্য। কিন্তু এই আভিজাত্য সকলে টিকিয়ে রাখতে পারেন না। আবার কেউ কেউ তার মুগ্ধ মানবিক আচরণের দ্বারা প্রমাণ করেন বংশের শিক্ষা ও আভিজাত্যের। দুবাইয়ের ক্রাউন প্রিন্স ঠিক সেই কাজটিই করেছেন। আর তাই তার পরিবেশপ্রেমিক রূপের চর্চা আজ নেটদুনিয়ায় ভীষণভাবে আলোচিত। নেটিজেনদের শ্রদ্ধার পাত্র তিনি! তার শিক্ষা তার বংশ পরিচয় সমস্ত কিছুকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে তার মানবিক গুণাবলী! বা বলা যেতে পারে তার উন্নত মানের রুচিশীল শিক্ষারই পরিচায়ক তার মানবিকতা।

Advertisements

দুবাইয়ের রাজপুত্র শেখ হামদান বিন মহাম্মদ বিন রশিদ আল মাক্তৌমের দামি মার্সিডিজ বেঞ্জের বনেটকেই পছন্দ হয়েছিল ঘুঘু দম্পতির। সেখানেই তারা তাদের দাম্পত্য সংসার গড়ে তুলেছিলো। নিজের দামে মার্সিডিজের মধ্যে পাখির বাসা দেখতে পেয়ে গাড়ি চড়ায় বন্ধ করে দেন যুবরাজ! এর সাথে সাথে তার কর্মচারীদেরকেও নির্দেশ দেন তারা যেন কেউ গাড়ির আশেপাশে না যায়। সাথে সাথেই গাড়িটি সাদা আর লাল টেপ দিয়ে ঘিরে ফেলারও নির্দেশ দেন তিনি। পাখিগুলি যাতে কোনরকম ভাবে বিরক্ত না হন তার জন্য তিনি সমস্ত রকমের প্রয়াস করেন। আর তার এই সহযোগিতায় ঘুঘু দম্পতির দাম্পত্য নির্বিঘ্নে চলতে থাকে। এরপর নিশ্চিন্তে মা পাখিটি ডিম পাড়ে। এই মুহূর্তগুলোই দূর থেকে ক্যামেরাবন্দি করেছিলেন দুবাইয়ের রাজকুমার।

Advertisements

বুধবার সেই ভিডিও ইনস্টাগ্রামের শেয়ার করে তিনি লেখেন, “একেকটি সময় জীবনের ছোট ছোট জিনিসগুলো আমাদের প্রত্যাশাকেও ছাপিয়ে যায়।”

সত্যি এমন সুন্দর ভিডিও দেখার পরে নির্বাক হয়ে তাকিয়ে থাকতে হয়। নেটিজেনরা মুগ্ধ হয়ে ভিডিওটিকে নিজ দায়িত্বে ভাইরাল করেছেন। আপলোডের কয়েক মুহূর্তের মধ্যেই ভিডিওটির ভিউ ১৫ লাখ ছাড়িয়ে গেছে। দুবাই রাজকুমার বরাবরই পরিবেশপ্রেমী রূপে পরিচিত কিন্তু সম্প্রতি তাঁর এই মানবিক আচরণ আরও একবার প্রমান করে দিল মানবিকতাও এক আভিজাত্য,যা সকলে ধারণ করতে পারেন না।

Advertisements