বীরভূমে আগামীকাল থেকে ১০ রুটে শুরু হচ্ছে বেসরকারি বাস, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে বীরভূমে চালু হয় চারটি রুটে সরকারি বাস। এরপরেই বেসরকারি বাস সংগঠনের সাথে বুধবার দুপুরে বীরভূম জেলা প্রশাসনের একটি বৈঠক হয় সিউড়িতে। আর সেই বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বীরভূমে চলবে বেসরকারি বাসও।

বৈঠক থেকে জানা গিয়েছে আগামীকাল সকাল সাড়ে আটটা থেকে বীরভূমে শুরু হবে বেসরকারি বাস পরিষেবা। বীরভূমের বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে এই সকল বাসগুলি চালানো হবে। বর্তমান করোনা আবহের কথা মাথায় রেখে আপাতত ১০ টি রুটে চালানো হবে বাস। পরবর্তী ক্ষেত্রে চাহিদামত আরও রুট বাড়ানো হবে।

যে নির্দিষ্ট ১০ রুটে চলবে বেসরকারি বাস

আগামীকাল সকাল থেকে শুরু হওয়া বেসরকারি বাস পরিষেবা আপাতত পাওয়া যাবে সিউড়ি থেকে বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, দুবরাজপুর, সাঁইথিয়া থেকে লাভপুর, সিউড়ি থেকে সেকেন্ডা, বাহাদুরপুর, বক্রেশ্বর মুক্তিপুর, লোকপুর খয়রাশোল এবং রাজনগর। এই দশটি বাস আপাতত যাতায়াত করবে দশটি রুটে।

বীরভূম জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে জয়ন্ত ব্যানার্জি জানান, “বুধবার বীরভূম জেলা প্রশাসনের সাথে আমাদের একটি বৈঠক হয় আর সেই বৈঠকেই বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল সকাল সাড়ে আটটা থেকেই আমরা বাস পরিষেবা চালু করছি। আপাতত দশটি রুটে চলবে বাস। আর যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কোনরকম ভাড়া বাড়ানো হচ্ছে না।”

তবে এই সকল বাস চালানোর ক্ষেত্রে বর্তমান করোনা আবহে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মানা হবে। যেমন বাসে যাত্রাকালীন যাত্রীদের মাস্ক পরে থাকা বাধ্যতামূলক। পাশাপাশি বাসগুলি স্যানিটাইজ করা হবে সরকারি নির্দেশিকা অনুসারে। বাসে সর্বাধিক ২০ জন যাত্রী তোলা হবে।

প্রসঙ্গত, ২০ জন যাত্রী নিয়ে বেসরকারি বাস চলাচলের ক্ষেত্রে আগেই ছাড় দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। তবে রাজ্য সরকারের তরফ থেকে ছাড় দেওয়া হলেও বাস মালিকরা জানিয়েছিলেন ২০ জন যাত্রী নিয়ে বাস চালালে তাদের বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হবে। যে কারণে তারা বাস চালানোর সিদ্ধান্ত স্থগিত রাখে। এরপর সাধারণ মানুষের কথা মাথায় রেখে পুনরায় সেই সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা করার পর এদিন বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।