বেসরকারি স্কুলের ফি নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যের, কড়া বার্তা শিক্ষামন্ত্রীর

Avatar

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে ফি বৃদ্ধির অভিযোগ ওঠায় কড়া ব্যবস্থা নিলো রাজ্য শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটি ভিডিও বার্তায় বেসরকারি স্কুলগুলির কাছে আবেদন জানান ফি বৃদ্ধি না করার। এর পরেই শুক্রবার ফি বৃদ্ধি না করতে পারার নজিরবিহীন নির্দেশিকা জারি করে রাজ্য শিক্ষা দপ্তর। বেসরকারি স্কুলগুলি এই কঠিন পরিস্থিতিতে কোনভাবেই ফি বৃদ্ধি করতে পারবেনা বলে ওই নির্দেশিকায় জানানো হয়। সেইসঙ্গে সিবিএসই এবং আইসিএসই বোর্ডকেও এই নির্দেশিকা সম্পর্কে অভিহিত করা হয়।

Advertisements

Advertisements

এই বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “এই বিষয়ে লিখিত নির্দেশিকা জারি করা হয়েছে। অভিভাবকদের তরফ থেকে বেশ কিছু অভিযোগ এসেছে। যে যে স্কুলের বিরুদ্ধে অভিযোগ এসেছে সেই স্কুলগুলোকে ইতিমধ্যেই আমরা সতর্ক করেছি। আমরা এই বিষয়ে আইসিএসই ও সিবিএসইকেও জানিয়েছি।”

Advertisements

স্কুল শিক্ষা দপ্তরের খবর এই নির্দেশিকা ইতিমধ্যেই বেসরকারি স্কুলগুলির কাছে পাঠানো হয়েছে। সেইসঙ্গে বেসরকারি স্কুলগুলিতে যেসব ছাত্রছাত্রীরা মাসিক বেতন দিতে পারবে না তাদের প্রতি মানবিক হওয়ার আবেদনও জানানো হয়েছে ওই নির্দেশিকায়।

ভয়াবহ মহামারীর কারণে দেশজুড়ে চলছে লকডাউন। করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে প্রশাসন থেকে সমাজের নানা প্রতিষ্ঠান। তখন এই পরিস্থিতিতেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ফি বৃদ্ধির ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় নিয়ে উঠেছে প্রশ্নচিহ্ন।

Advertisements