হাওড়া ও শিয়ালদা থেকে চলবে যে সকল বেসরকারি ট্রেন, রইলো সময়সূচী

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলে ধাপে ধাপে বেসরকারি পুঁজির প্রবেশ ঘটানোর প্রথম পদক্ষেপ ছিল তেজাস এক্সপ্রেস। আর এই পদক্ষেপে রেল বিপুল পরিমাণে মুনাফার সম্মুখীন হওয়ায় এবার ভারতীয় রেলের তরফ থেকে ১০৯ টি রুটে ১৫১ টি অত্যাধুনিক ঝাঁ-চকচকে বেসরকারি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই ১৫১ টি ট্রেন নিয়ে ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে টেন্ডার ডাকা হয়েছে। আশা করা হচ্ছে এর থেকে ভারতীয় রেলের ৩০ হাজার কোটি টাকা আয় বাড়বে।

রেল সূত্রে জানা গিয়েছে এই ১৫১ টি ট্রেন মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় তৈরি হবে। এই ট্রেনগুলি চালানোর দায়িত্বে যেমন থাকছে বেসরকারি সংস্থা ঠিক তেমনি ট্রেনগুলি রক্ষণাবেক্ষণ এবং সরঞ্জাম সরবরাহ করার দায়িত্বেও থাকবে বেসরকারি সংস্থা। তবে বেসরকারি সংস্থার হাতে ট্রেন চালানোর দায়িত্ব থাকলেও চালক এবং গার্ড নিয়োগ করবে ভারতীয় রেল। বেসরকারি সংস্থার হাতে নিয়ে সকল ট্রেনগুলি চালানো হলে নিরাপত্তা, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কর্মসংস্থানের মত নানান দিক প্রসারিত হবে বলে মনে করছে রেল।

ভারতে আগামী দিনে যে সকল বেসরকারি ট্রেনগুলি চলতে শুরু করবে তার মধ্যে বেশ কিছু ট্রেন রয়েছে পশ্চিমবঙ্গের খাতায় বলেও জানা গিয়েছে সূত্র মারফত। পশ্চিমবঙ্গ থেকে চলাচল করা বেসরকারি ট্রেনগুলি চলবে হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে। একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী সেই সকল ট্রেনের নাম এবং সময়সূচী পাওয়া গেছে।

হাওড়া ও শিয়ালদা থেকে যে সকল বেসরকারি ট্রেন চলবে তাদের তালিকা ও সময়সূচী

হাওড়া থেকে রাঁচি : রাঁচি থেকে ট্রেন ছাড়বে ভোর ৬ টায়। আর হাওড়া থেকে ট্রেন ছাড়বে দুপুর ২ টো ৩০ মিনিট। আরও একটি ট্রেন দুপুর ১ টা ০৫-এ ছাড়বে রাঁচি থেকে। হাওড়া থেকে ছাড়বে ভোর ৫:৩০ মিনিটে।

হাওড়া থেকে পুনে : হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে। পুনে থেকে ছাড়বে ভোর ৬ টা ৫০ মিনিটে।

হাওড়া থেকে চেন্নাই : হাওড়া থেকে ট্রেন ছাড়বে দুপুর ৩ টে ৪৫ মিনিটে। চেন্নাই থেকে ট্রেন ছাড়বে রাত্রি ৮ টায়।

পুরি থেকে হাওড়া : পুরি থেকে ট্রেন ছাড়বে রাত্রি ৯:৩০ টায়। হাওড়া থেকে ট্রেন ছাড়বে রাত্রি ৮ টা ৪০ মিনিটে। আরও একটি ট্রেন পুরি থেকে ছাড়বে ভোর ৬ টায়। হাওড়া থেকে ছাড়বে দুপুর ৩ টে।

বারানসি থেকে হাওড়া : বারানসি থেকে ছাড়বে বিকাল ৪ টে ১০ মিনিটে।

হাওড়া থেকে ভাগলপুর : হাওড়া থেকে ছাড়বে দুপুর ২ টো ৩৫ মিনিটে।

নিউ বঙ্গাইগাঁও থেকে হাওড়া : নিউ বঙ্গাইগাঁও থেকে ভোর ৫ টা ২০ মিনিটে। হাওড়া থেকে ছাড়বে সকাল ৭ টা।

হাওড়া থেকে আনন্দ বিহার : হাওড়া থেকে ছাড়বে বিকেল ৪:৩৫ মিনিটে। আনন্দ বিহার থেকে ছাড়বে দুপুর ১ টা ৩৫ মিনিটে।

গুয়াহাটি থেকে শিয়ালদা : গুয়াহাটি থেকে ছাড়বে রাত ৯ টায় আর শিয়ালদা থেকে ছাড়বে রাত ১১ টা ৫০ মিনিটে।