পেশায় গৃহশিক্ষকা, হাতে নামমাত্র টাকা, সংযুক্ত মোর্চার বাজি মৌসুমী কোনাই

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাম, কংগ্রেস এবং আইএসএফ এই তিন রাজনৈতিক দলের জোট এবার বিধানসভা নির্বাচনের সংযুক্ত মোর্চা হিসেবে আত্মপ্রকাশ করেছে। বীরভূমের সংযুক্ত মোর্চার প্রার্থীরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন। এখনো পর্যন্ত যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের নজর কেড়েছেন সাঁইথিয়া বিধানসভার সিপিআইএম প্রার্থী মৌসুমী কোনাই।

Advertisements

যখন রাজ্যের বহুল সংখ্যক রাজনৈতিক নেতারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ঠিক সেই সময় এই সংযুক্ত মোর্চার প্রার্থী মৌসুমী কোনাই হাতে নামমাত্র টাকা নিয়েই লড়াইয়ে দৃঢ় প্রতিজ্ঞ। আর যে কারণেই আলাদাভাবে নজর কাড়ছেন পেশায় গৃহশিক্ষিকা এই বাম প্রার্থী।

Advertisements

মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে মৌসুমী কোনাই যে হলফনামা জমা দিয়েছেন তা থেকে জানা যাচ্ছে, তার হাতে রয়েছে মাত্র ৫ হাজার ৭৪০ টাকা। অন্যদিকে তার একটি মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সাঁইথিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়, যাতে তার সঞ্চয় রয়েছে মাত্র ১২০২.৭৯ টাকা। এছাড়া আর কোন জমিজমা অথবা গাড়ি, বাড়ি, গয়না নেই তার নামে। অর্থাৎ এই বাম প্রার্থী সর্বসাকুল্যে ৬৯৪২.৭৯ টাকার মালিক।

Advertisements

৩৭ বছর বয়সি এই প্রার্থী হলফনামায় জানিয়েছেন তিনি উচ্চ মাধ্যমিক পাশ। বর্তমানে তিনি বাড়িতে বাড়িতে গিয়ে এবং নিজের বাড়িতেও অল্প সংখ্যক পড়ুয়াদের পাঠ দান করে দিন গুজরান। বাড়িতে বাড়িতে তিনি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পড়ান এবং একটি কোচিং সেন্টারেও তিনি বর্তমানে শিক্ষিকার কাজ করছেন।

[aaroporuntag]
মনোনয়নপত্র জমা দিয়ে মৌসুমী কোনাই জানান, “ভুখা পেটে অন্ন, যোগ্যতা অনুযায়ী চাকরি, বেকারদের কাজের সুযোগ, মহিলা নিরাপত্তা এগুলিই হচ্ছে আমাদের লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণে আমাদের লড়াই চলতে থাকবে।”

Advertisements