গৃহহীন বৃদ্ধাদের আবাসনে আংটি বদল হবু দম্পতির

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন: একদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য হলেও মন ভরে গেল আবাসনে বসবাসকারী বৃদ্ধ-বৃদ্ধাদের। তাদের এমন মন ভরিয়ে দেওয়ার পিছনে যারা রয়েছেন তারা হলেন প্রিয়নীল পাল ও সুস্মিতা দত্ত। প্রিয়নীল পাল একজন মনোবিদ এবং সুস্মিতা দত্ত একজন নার্সিং কর্মী।

Advertisements

তবে এসবের বাইরে ও তাদের আরও একটি পরিচয় রয়েছে আর সেই পরিচয় হলো, দুজনেই সমাজকর্মী। এই দুই সমাজ কর্মীর চার হাত এক হতে চলেছে। তাদের শুভ বিবাহের আগে ৫ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আংটি বদল অর্থাৎ এনগেজমেন্ট হয়। আংটি বদল বা এঙ্গেজমেন্ট উপলক্ষে অনেকেই রয়েছেন যারা পরিবারের সদস্য থেকে শুরু করে বন্ধু-বান্ধবদের নিয়ে জমকালো অনুষ্ঠান করে থাকেন।

Advertisements

আরও পড়ুন : ক্রিকেট টুর্নামেন্ট শেষ হতে সময় লাগল ৩ বছর! অবিশ্বাস্য ঘটনা বীরভূমে

Advertisements

তবে এই দুই হবু দম্পতি নিজেদের জমকালো এনগেজমেন্ট অনুষ্ঠানের জন্য বেছে নেন সুনীতি চট্টরাজ অনিককে আবাসীকে। যেখানে পরিবার, বাড়ি ঘর থেকে দূরে থাকা বৃদ্ধ-বৃদ্ধারা বসবাস করে থাকেন। পরিবার, বাড়িঘর থেকে দূরে থাকার কারণে তাদের জীবন থেকে মুছে গিয়েছে সামাজিক উৎসবের আনন্দ। তাদের এমন পরিস্থিতির কথা মাথায় রেখে কিছুটা সময় তাদের আনন্দ দিতেই হবু ওই দম্পতির এমন পরিকল্পনা এবং আয়োজন।

এদিনের এই অনুষ্ঠানে ওই আবাসিকে ঘরোয়া অনুষ্ঠানের মত সাজানো হয় এবং আমন্ত্রণ আমন্ত্রণ পর্ব থেকে শুরু করে ক্যাটারিং সহ খাওয়া-দাওয়া সমস্ত কিছুর আয়োজন করা হয়। বিশেষ দিনে এমন আয়োজনের মুখোমুখি হয়ে স্বাভাবিকভাবেই ওই আবাসিকের বৃদ্ধ-বৃদ্ধাদের মুখে হাসি ফোটার পাশাপাশি তারা দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন হবু দম্পতিকে।

Advertisements