নিজস্ব প্রতিবেদন : ভবানীপুরের উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার টিবরেওয়ালের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুললো তৃণমূল। কমিশনের কাছে তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের তরফ থেকে চিঠিও করা হয়েছে প্রিয়াঙ্কাকে।
বুধবার কমিশনের সেই চিঠি পেয়েছেন বিজেপি প্রার্থী। যদিও কমিশনের এই চিঠির পরিপ্রেক্ষিতে প্রিয়াঙ্কা দাবি করেছেন, ভিত্তিহীন এই অভিযোগ। পাশাপাশি তাঁর দাবি, তৃণমূল ভয় পেয়েছে। যে কারণেই তারা যেনতেন প্রকারে বিজেপির এই প্রচার বন্ধ করতে চাইছে।
নির্বাচন কমিশনের পাঠানো চিঠি অনুযায়ী জানা যাচ্ছে, প্রিয়াঙ্কা টিবরেওয়াল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোভিড বিধি মানেননি। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জমায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে জমায়েত করে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী, এমনটাই অভিযোগ।
তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রিয়াঙ্কার সঙ্গে অনেক গাড়ি এবং দলীয় পতাকা ও জমায়েত ছিল। তৃণমূলের এই অভিযোগ পাওয়ার পরেই নির্বাচন কমিশন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের থেকে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন।
চিঠি পাওয়ার পর বিজেপি প্রার্থীর তরফ থেকে জানা গিয়েছে তিনি নির্বাচন কমিশনের এই চিঠির উত্তর দেবেন। সে ক্ষেত্রে তিনি দাবি করেছেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শুভেন্দু দা আমার গাড়িতে ছিলেন। অন্যদিকে অন্য গাড়িতে ছিলেন অর্জুন সিং এবং দীনেশ ত্রিবেদী। রাস্তায় কতগুলি গাড়ি থাকবে, কোথায় থেকে এসেছে সে সব দেখার দায়িত্ব আমার নয়। কমিশনের অফিসের সামনে যখন জমায়েত হয়েছিল তখন তারা কেন তা সরিয়ে দেন নি?”