রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রের খাদ্য দফতরের নির্দেশিকায় জানানো হয় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের নির্দেশে রেশনের সঙ্গে আধার কার্ডের নম্বর সংযুক্তিকরণ করতে হবে। রেশন কার্ড ভারতের স্থায়ী বাসিন্দাদের নির্দিষ্ট পরিচয় পত্র। যা থেকে তাঁরা প্রাপ্য খাদ্য দ্রব্য পেয়ে থাকেন। রেশন দুর্নীতি থেকে যাতে তাঁরা বঞ্চিত না হন সেইজন্য এই নতুন সংযুক্তিকরণের নির্দেশ।

সেই নির্দেশমতো বেশ কয়েকমাস ধরেই রাজ্যে রাজ্যে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তির কাজ শুরু হয়ে গেছে। আর এই সংযুক্তিকরণের কাজ করতে বর্ধিত সময়ের পর ৩০ সেপ্টেম্বরের মধ্যে। সুতরাং দেখে নিন রেশন কার্ডের সংযুক্তিকরণের পদ্ধতি।

১. গ্ৰাহকরা যেখান থেকে রেশন নেন সেই রেশনের দোকানে বা ( PDS) পাবলিক ডিস্ট্রিবিউশন কেন্দ্রে অথবা রেশন অফিসে গ্ৰাহক পরিবারের সকল সদস্যের আধার ও রেশন কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে। সঙ্গে লাগবে বাড়ির প্রধানের পাসপোর্ট সাইজ ফটো।

২. যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি না হয়ে থাকে তবে পাসবইয়ের কপি রেশন দোকানে জমা দিতে হবে।

৩. PDS কেন্দ্র বা রেশন দোকানে জমা দিতে হবে গ্ৰাহকের পরিচয় পত্রের সকল নথিপত্র। সঙ্গে লাগবে আধার কার্ডের নম্বর।

৪. আধার কার্ড জাল কিনা পরীক্ষা করবেন বায়োমেট্রিক পদ্ধতিতে (হাতের ছাপ নিয়ে) রেশন বিভাগের অফিসাররা।

৫. গ্ৰাহকের তথ্য জমা পড়ার পর এসএমএস (SMS) পাঠানো হবে আধার যুক্ত গ্ৰাহকের রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে।

আধারের সাথে রেশন কার্ডের সংযুক্তিকরণের কী কী সুবিধা

১. নকল রেশন কার্ড চিহ্নিত করা সুবিধা হবে।

২. একজন ব্যক্তির নামে অনেকগুলো রেশন কার্ড চালু থাকলে সেগুলো বাতিল হবে।

৩. রেশন দোকানে সহজে চিহ্নিত করা যাবে বিভিন্ন রেশন স্কিমে কারা কারা সত্যিকারের রেশনের সুবিধা প্রাপক।

৪. রেশনে যারা যেটার প্রাপ্য নয় সেটা থামানো যাবে।

আধার ও রেশন কার্ড সংযুক্তিতে যে যে তথ্যগুলি লাগবে

১. বাড়ির প্রধানের পাসপোর্ট সাইজ ফটো।

২. বাড়ির সকলের আধার কার্ডের জেরক্স।

৩. বাড়ির প্রধানের আধার কার্ডের জেরক্স।

৪. অরিজিনাল রেশন কার্ডের সঙ্গে জেরক্স কপি।

৫. ব্যাঙ্কের পাসবইয়ের কপি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের যোগ না হয়ে থাকে।