নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্ক এবং অন্যান্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প থাকলেও বেশি সুদ এবং নিরাপত্তার জন্য পোস্ট অফিসের (Post Office) ওপর নির্ভর করেন দেশের বড় সংখ্যার মানুষ। পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্প যেমন পিপিএফ (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) ইত্যাদি প্রকল্পে গ্রাহকদের অ্যাকাউন্ট খুলতে দেখা যায় এবং বিনিয়োগ করতে দেখা যায়।
তবে এই সকল প্রকল্পে টাকা জমা করার ক্ষেত্রে নানান অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রাহকদের বলে অভিযোগ। টাকা জমা করার জন্য দীর্ঘ লাইন দিতে হয় এবং বিভিন্ন সময় লিঙ্ক ফেলিওর-এর মত সমস্যায় ভুগতে হয়। এই সকল সমস্যা থেকে এবার রেহাই মিলতে পারে। এবার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট সহ বিভিন্ন প্রকল্পের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যেতে পারে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে উপভোক্তার নাম যুক্ত না করেই অনলাইনে টাকা ট্রান্সফার করা যাবে।
PPF বা SSY অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য NEFT এবং RTGS ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। তবে এর জন্য কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যেগুলি হলো ডিফল্ট লেনদেন যেন না থাকে। যে টাকা ট্রান্সফার করা হবে তা যেন সবসময় পঞ্চাশের গুণিতক হিসাবে হয়।
এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি পোস্ট অফিসের এই সকল প্রকল্প অর্থাৎ পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনায় বছরে সর্বাধিক দেড় লক্ষ টাকা ট্রান্সফার করা যাবে। টাকা ট্রান্সফার করার জন্য যে পদ্ধতি মানতে হবে তা হলো, বিনিয়োগকারীকে প্রথমেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নেট ব্যাঙ্কিংয়ে লগইন করতে হবে।
পরের পর্যায়ে Payment/Transfer ট্যাবে ক্লিক করতে হবে। এরপর Quick Transfer (without beneficiary) অপশন বেছে নিতে হবে। সেখানে বিনিয়োগকারীর পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। যাচাই করার জন্য পুনরায় এই নম্বর দিতে হবে বিনিয়োগকারীকে। পেমেন্ট করার সময় পেমেন্ট অপশন থেকে বেছে নিতে হবে Inter Bank Transfer।
এক্ষেত্রে IFSC Code দিতে হবে IPOS0000DOP। লেনদেনের মাধ্যম হবে NEFT। এরপর টাকার অংক এবং Terms and Conditions অপশনে টিক দেওয়ার পর সাবমিট করতে হবে। এই একই পদ্ধতিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে বেনিফিশিয়ারি অ্যাড করেও টাকা পাঠানো যাবে।