Port in BSNL: সহজেই অন্য নেটওয়ার্ক থেকে BSNL-এ আসবেন কিভাবে? কি কি সুবিধা পাওয়া যাবে?

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের তিন বেসরকারি টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করার পর গ্রাহকদের বড় অংশ কম খরচের টেলিকম সংস্থা BSNL-এ আসার জন্য মুখিয়ে রয়েছেন। এই সকল গ্রাহকদের অনেকেই জানেন না কিভাবে সহজেই বিএসএনএল-এ আসা যায় অর্থাৎ বিএসএনএল-এ পোর্ট (Port in BSNL) করা যায়। আজ তাদের আমরা সমস্ত খুঁটিনাটি এক এক করে জানাবো। এছাড়াও জানাবো বিএসএনএল-এ পোর্ট করে এলে কি কি সুবিধা পাওয়া যাবে।

Advertisements

অন্য নেটওয়ার্ক থেকে BSNL-এ পোর্ট করে আসার জন্য নিজেদের মোবাইল নম্বর থেকে ‘PORT (স্পেস) নিজের নম্বর’ লিখে ১৯০০ নম্বরে পাঠাতে হবে। এই মেসেজ পাঠানোর পর ১৯০১ নম্বর থেকে একটি মেসেজ আসবে যেখানে কোড দেওয়া হবে পোর্ট করার জন্য। যে কোড এবং নিজের আধার বা অন্য কোন ডকুমেন্ট নিয়ে নিকটবর্তী রিটেলার বা বিএসএনএল অফিসে যেতে হবে।

Advertisements

সেখানে যাওয়ার পর নির্দিষ্ট পদ্ধতিতে বিএসএনএল নেটওয়ার্কে পোর্ট করার জন্য আবেদন জানাতে হবে। আবেদন গ্রহণের পর তিনদিন থেকে সাত দিনের মধ্যে আপনার নম্বর BSNL নেটওয়ার্কের পোর্ট হয়ে যাবে। যদি কোন সমস্যা থাকে সেক্ষেত্রে পোর্ট হবে না এবং কি সমস্যা রয়েছে তা আপনাকে মেসেজ করে জানিয়ে দেবে সংস্থা। মেসেজ না এলে খোঁজ নিতে হবে যেখানে আপনি পোর্ট করার জন্য আবেদন করেছিলেন।

Advertisements

আরও পড়ুন ? BSNL Selfcare App: জিও, এয়ারটেল, ভিআই-কে টেক্কা, মিলছে গুচ্ছের সুবিধা, BSNL নিয়ে এসেছে দুর্দান্ত এক অ্যাপ

এবার পোর্ট করে আসার পর কি কি সুবিধা মিলবে চলুন দেখে নেওয়া যাক। পোর্ট করে আসার পর আপনাকে ১০৮ টাকা অথবা ২৪৯ টাকার অফআরসি অর্থাৎ প্রথম রিচার্জ করতে হবে। প্রথম রিচার্জের জন্য এই দুটি প্ল্যান সংস্থার তরফ থেকে রাখা হয়েছে এবং এই দুটি প্রথম রিচার্জ প্ল্যানে গ্রাহকদের দুর্দান্ত সুবিধা দেওয়া হচ্ছে।

১০৮ টাকার প্রথম রিচার্জ করলে গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পাবেন এবং তার সঙ্গে দেওয়া হবে প্রতিদিন ১ জিবি করে ডেটা ও আনলিমিটেড কল। তবে এর সঙ্গে কোন ফ্রি এসএমএস সুবিধা দেওয়া হচ্ছে না। ২৪৯ টাকার প্রথম রিচার্জ করলে গ্রাহকরা ৪৫ দিনের ভ্যালিডিটি পাবেন। এর সঙ্গে আবার রয়েছে প্রতিদিন ২ জিবি করে ডেটা, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ। প্রথম রিচার্জ করার ক্ষেত্রে আবার অনেক রিটেলার রয়েছেন যারা গ্রাহকদের ডিসকাউন্টও দিচ্ছে।

Advertisements