মাথাপিছু ১০০০ টাকা, শ্রমিকদের জন্য প্রচেষ্টা প্রকল্প পুনরায় চালু হলো অনলাইনে

নিজস্ব প্রতিবেদন : রাজ্য সরকার অসংগঠিত শ্রেণীর মানুষদের জন্য একটি প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পটির নাম হলো প্রচেষ্টা প্রকল্প। এই প্রকল্পে রাজ্য সরকার ঘোষণা করেছিল মাথাপিছু ১০০০ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে কতগুলি শর্ত আবশ্যিক করে দেওয়া হয়েছিল।

১) যিনি আবেদন করবেন তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

২) যিনি আবেদন করবেন তিনি অবশ্য‌ই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক-কর্মচারী হতে হবে।

৩) যিনি আবেদন করবেন তার অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

৪) যিনি আবেদন করবেন তার অবশ্যই ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি পরিচয় পত্র থাকতে হবে।

৫) যিনি আবেদন করবেন তাকে অবশ্যই পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি হতে হবে।

এপ্রিলের মাঝামাঝি থেকে প্রচেষ্টা প্রকল্পের ফর্ম দেওয়া শুরু হয়। বলা হয় যে এই ফর্ম পাওয়া যাবে বিডিও, এসডিও অফিসে। এরপরই ২৭শে এপ্রিল সমস্যা শুরু হয় প্রচেষ্টা প্রকল্পের ফর্ম তুলতে প্রচুর মানুষ ভিড় করে দাঁড়ান স্থানীয় প্রশাসনিক ভবনে। এই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। শেষমেষ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আপাতত কিছু দিনের জন্য স্থগিত করা হচ্ছে প্রচেষ্টা প্রকল্পের কাজ। কিছু সমস্যার কারণেই এই প্রকল্পের কাজ আপাতত স্থগিত করা হচ্ছে। তবে খুব তাড়াতাড়িই প্রচেষ্টা প্রকল্পের কাজ শুরু হবে বলেও সকলকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।

এরপর আজ অর্থাৎ সোমবার ৪ ঠা মে থেকে পুনরায় শুরু হচ্ছে প্রচেষ্টা প্রকল্পের কাজ। হ্যাঁ, কিন্তু এই ফর্ম আপনি তুলতে পারবেন অনলাইনে।এই প্রকল্পের আবেদন পদ্ধতি এখন সম্পূর্ণ অনলাইনে। অনলাইনের মাধ্যমেই আপনি এই আবেদন করতে পারবেন কিন্তু মাথায় রাখবেন অন্য কোন পেনশন উপভোক্তা হলে সেই ব্যক্তি কিন্তু এই সুবিধা পাবেন না, এমনকি ১০০ দিনের কাজ করা ব্যক্তি ও কৃষি সম্প্রদায়ের কোনো ব্যক্তি ও এই সুবিধা পাবেন না। সরকারি ও বেসরকারি কোন সাহায্য প্রাপ্ত ব্যক্তিও এই প্রকল্পের সুবিধা পাবেন না। একটি পরিবার থেকে শুধুমাত্র একজনই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তিনি স্বামী হতে পারেন, স্ত্রীও হতে পারেন অথবা ছেলেমেয়ে যে কেউ হতে পারেন। কিন্তু এক জনের অধিক এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না। আপাতত অনলাইনে এই ফর্ম ফিলাপের তারিখ ১৫ ই মে অবধি ঘোষিত হয়েছে। আশা করা যাচ্ছে এর ফলে বহু মানুষ উপকৃত হবেন।

অনলাইনে আবেদন করার ক্ষেত্রে জানা গিয়েছে ‘প্রচেষ্টা’ নামে একটি অ্যাপ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আনা হয়েছে। যে অ্যাপটি ডাউনলোড করে উপভোক্তারা নিজেদের আবেদন জমা করতে পারবেন। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য গ্রাহকদের ক্লিক করতে পারেন সরাসরি https://prachestawb.in/ লিঙ্কে অথবা https://wb.gov.in/ এর হোমপেজেও অপশন পাবেন। সেখানে থাকবে ‘DOWNLOAD THE ANDROID APP’ নামে একটি অপশন। যেখানে ক্লিক করলেই ডাউনলোড হবে অ্যাপটি।

তবে বহু সংখ্যক মানুষের অভিযোগ, এখনো পর্যন্ত এই অ্যাপটি ডাউনলোড হলেও ঠিকঠাক কাজ হচ্ছে না।