Sonia Gandhi: বিয়ের আগে হোটেলে এই কাজটি করতেন সোনিয়া গান্ধী! যা নিয়ে এখনও উঠে প্রশ্ন

Prosun Kanti Das

Published on:

Advertisements

It would be surprising to know Sonia Gandhi’s profession before marriage: সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি মানুষের নিত্য দিনের জীবনের সাথে নিবিড় ভাবে জড়িত। এতে নানা বিষয় অন্তর্ভুক্ত থাকে, যার মধ্যে রয়েছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংস্কৃতি, এবং বর্তমান ঘটনা। এই প্রশ্নগুলির উত্তর দিয়ে বিশ্ব সম্পর্কে আরও জানতে পারা যায় এবং দৃষ্টিভঙ্গি প্রসারিত করতেও সক্ষম। মানুষের চিন্তাভাবনা এবং সমালোচনামূলক দক্ষতা উন্নত করতে সাহায্য করে। সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা থাকলে নানা অজানা প্রশ্নের উত্তর সহজে দেওয়া যায় যেমন সোনিয়া গান্ধীর(Sonia Gandhi)বিয়ের আগের পেশা কি ছিল?

Advertisements

সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি প্রায়ই উন্মুক্ত বা চ্যালেঞ্জিং হয়। এই প্রশ্নগুলির উত্তর দিতে বিভিন্ন দৃষ্টিকোণ বিবেচনা করতে এবং তথ্যের মধ্যে পার্থক্য করতে হয়। আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। এটি মানুষকে বিভিন্ন পরিস্থিতিতে আরও ভালভাবে যোগাযোগ করতে এবং নিজেদেরকে প্রকাশ করতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাহায্য করে। সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি বিভিন্ন প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত থাকে, যেমন স্কুল প্রতিযোগিতা, টেলিভিশন কুইজ শো, এবং চাকরির সাক্ষাৎকার। সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর জানা প্রতিযোগিতায় ভাল করার সম্ভাবনা বাড়ায়। আপনি কি জানেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) বিয়ের আগে কোন পেশায় নিযুক্ত ছিলেন? না জানলে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো অবশ্যই পড়ুন।

Advertisements

আজকাল বিভিন্ন উপায়ে আপনি সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন। আপনি বই, ম্যাগাজিন, এবং ওয়েবসাইট পড়তে পারেন। আপনি টেলিভিশন কুইজ শো দেখতে পারেন। আপনি সাধারণ জ্ঞান প্রশ্নের অ্যাপ এবং গেম খেলতে পারেন। প্রত্যেকটা ছাত্র-ছাত্রী তাদের জীবনকে সুন্দর করে গুছিয়ে তোলার জন্য জ্ঞান অর্জন করে। সবারই স্বপ্ন থাকে জীবনে প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত হবার প্রতিযোগিতা কিন্তু সোজা নয় তার জন্য আপনাকে বহু পরিশ্রম করতে হবে এবং নানা ধরনের অজানা প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই মন দিয়ে পড়ে নেবেন সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো।

Advertisements

১. প্রশ্নঃ মহাকাশে যাওয়া পৃথিবীর প্রথম প্রাণী কি ছিল?
উত্তরঃ মহাকাশে যাওয়া পৃথিবীর প্রথম প্রাণী ছিলো লাইকা (Laika) নামে একটি কুকুর ছিল।

২. প্রশ্নঃ কোন প্রাণী নাক দিয়ে সবকিছু কাজ করে?
উত্তরঃ হাতি তার নাকের সাহায্যে সব কাজ করতে পারে।

৩. প্রশ্নঃ ভগবান শ্রী রামের (Lord Ram) বোনের নাম কী ছিল?
উত্তরঃ ভগবান শ্রী রামের বোনের নাম ছিল শান্তাদেবী।

৪. প্রশ্নঃ পাখিদের রাজা বলা হয় কোন পাখিকে ?
উত্তরঃ ঈগল পাখিকে পাখিদের রাজা বলা হয়।

৫. প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা কলেজের নাম কী?
উত্তরঃ ভারতের প্রথম মহিলা কলেজের নাম হল বেথুন কলেজ (Bethune College)। যা কলকাতায় অবস্থিত। ১৮৭৯ সালে কলেজ টি প্রতিষ্ঠিত হয়েছিল।

৬. প্রশ্নঃ পৃথিবীতে মোট কতটা পরিমানে সোনা আছে?
উত্তরঃ বিশেষজ্ঞদের মতে, পুরো পৃথিবীতে যে পরিমাণে সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমাণ উচ্চতা হবে।

৭. প্রশ্নঃ আমাদের ঘরে ঘরে চিঠি পৌঁছে দেন পোস্টম্যান, তাকে বাংলায় কি বলে?
উত্তরঃ পোস্টম্যানকে আমরা বাংলায় ডাকহরকরা বলি।

৮. প্রশ্নঃ পচা মাংসের মত গন্ধ আসে কোন ফুল থেকে?
উত্তরঃ র‌্যাফ্লেসিয়া আর্নল্ডি নামের ফুল থেকে পচা মাংসের মত গন্ধ আসে। এটি ইন্দোনেশিয়ার রেন ফরেস্টে ফোটে এবং পৃথিবীর সবচেয়ে বড় ফুল।

৯. প্রশ্নঃ মানুষের শরীরের কোন দুটি অংশ সারা জীবন বৃদ্ধি পেতে থাকে?
উত্তরঃ মানুষের শরীরের কান ও নাক সারা জীবন বৃদ্ধি পায়।

১০. প্রশ্নঃ বিয়ের আগে হোটেলে কী কাজ করতেন সোনিয়া গান্ধী?
উত্তরঃ ১৯৬০ দশকের মাঝামাঝি সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি একটি রেস্তোরাঁয় পরিচারিকার কাজ করতেন। আর এখানেই দেখা হয়েছিল রাজীব গান্ধীর সঙ্গে এবং বিয়ে করার পর ভারতে চলে আসেন।

Advertisements