অনুব্রতকেও টেক্কা, বিপুল সম্পত্তি CA মণীশ কোঠারির! জানলে অবাক হবেন

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেপ্তার। গ্রেপ্তার হয়েছেন সিবিআই এবং ইডির হাতে। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘ কয়েক মাস আসানসোলে থাকার পর এখন তার ঠাঁই হয়েছে দিল্লিতে। তবে শুধু অনুব্রত মন্ডল নন, এর পাশাপাশি এই তালিকায় ডাক পড়ছে একের পর এক অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের।

অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এবং তার হিসাব রক্ষক CA মণীশ কোঠারি এই তালিকায় থাকার পরিপ্রেক্ষিতে তাকে গত সপ্তাহে দিল্লিতে তলব করা হয়। দিল্লিতে তাকে তলব করার পর তাকে করা প্রশ্নের উত্তরে অসংগতি পাওয়ার পরিপ্রেক্ষিতে ed আধিকারিকরা তাকে গ্রেফতার করেন। অন্যদিকে তিনি গ্রেপ্তার হওয়ার পর একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে জমি সংক্রান্ত বিষয়ে মনিশ কোঠারির নাম উঠে আসছে। দাবি করা হচ্ছে ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বোলপুরের বিভিন্ন জায়গায় তিনি বিপুল পরিমাণে জমি কিনেছেন। এই সকল তথ্য পাওয়া গিয়েছে ভূমি সংস্কার দপ্তর ওয়েবসাইটে। সেই সকল জমির আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি টাকা।

সরকারি নথি থেকে জানা যাচ্ছে, মণীশ কোঠারির জমি রয়েছে বীরভূমের কঙ্কালীতলা মৌজা, দ্বারকানাথপুর মৌজা, গোপালনগর মৌজা, সুরুল মৌজা, রূপপুর মৌজাতে। মণীশ কোঠারির এই বিপুল পরিমাণ সম্পত্তির হিসাব পেতেই বহু মানুষের চোখ কপালে উঠছে। তবে এই সকল সম্পত্তি তিনি কোন বেআইনি পথ অবলম্বন করে করেছেন কিনা তা জানা যায়নি।

তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গরু পাচারের টাকা সম্পর্কে অনেক তথ্য রয়েছে মণীশ কোঠারির কাছে। এছাড়াও কালো টাকা কিভাবে সাদা করা যাবে তার পরামর্শ তিনি অনুব্রত মণ্ডলকে দিতেন। এসব যুক্তি দেখেই মণীশ কোঠারির হেফাজত চান ইডি আধিকারিকরা এবং আদালতের তরফ থেকে ছয় দিনের হেফাজত দেওয়া হয়।