নিজস্ব প্রতিবেদন : গত ২৬ আগস্ট মাদার টেরেসার জন্মদিনে টলিউডের অন্যতম অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী তাকে শ্রদ্ধা জানাতে মাদার টেরেসার সাথে তার একটি ছবি পোস্ট করেন। আর সেই ছবিকে ঘিরেই তৈরি হয় বিতর্ক। বিতর্কের মূলে রয়েছে কোন এক ব্যক্তিকে বাদ দেওয়া। প্রসেনজিৎ চ্যাটার্জীর পোস্ট করা ছবিতে লক্ষ্য করা যাচ্ছিল কোন এক ব্যক্তির হাত ওখানে রয়েছে অথচ বাকি অংশ বাদ দেওয়া হয়েছে।
এই ছবির আসল ছবি সামনে আসতেই জানা যায়, বাদ দেওয়া ওই ব্যক্তিটি হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। আর এর পরেই ট্রোলিং শুরু হয় প্রসেনজিৎকে নিয়ে। নেটিজেনরা তুলোধোনা করে লিখতে শুরু করেন, শাসক দলের বদন্যতা পেতেই এইভাবে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে। একের পর এক নেতিবাচক কমেন্টে ভর্তি থাকে অভিনেতার কমেন্ট সেকশন। আর এসবের পরে অবশেষে মুখ খুললেন অভিনেতা।
লাগাতার ট্রোলিংয়ের জবাব দিতে গিয়ে অভিনেতা দাবি করেছেন, ‘সাধারণত আমি ট্রোলের উত্তর দিই না। কিন্তু এ ক্ষেত্রে যে মানুষদের নিয়ে কথা হচ্ছে তাঁরা আমার শ্রদ্ধেয়।’ এর পরেই তিনি লিখেছেন, “ছবিটি আমি ক্রপ করিনি। এটা ফরওয়ার্ড করা ছবি। বহুদিন আগেই পেয়েছিলাম। মাদার টেরেসার জন্মদিন উপলক্ষে ছবিটি শেয়ার করেছিলাম।”
নেটিজেনরা প্রতিনিয়ত তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন শাসক দলের বদন্যতা নিয়ে, তার পরিপ্রেক্ষিতে তিনি লিখেছেন, “আমার বিশ্বাস কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি শেয়ার করলেই সেই ব্যক্তি ওই পার্টির অন্তর্গত হয়ে যায় না অথবা ওই বিশেষ দলকে ঘৃণা করছে এমনটাও বোঝায় না।”
তবে এখানেই শেষ হয়নি এরপরেও নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি ওই ছবিতে দেবশ্রী রায় ছিলেন বলেই ক্রপ করা হয়েছে? কারণ দেবশ্রী রায় প্রসেনজিৎ চ্যাটার্জীর প্রাক্তন স্ত্রী এবং তার সাথে দীর্ঘ কয়েক বছর আগেই তার ডিভোর্স হয়েছে।