বাংলা চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় নামকরা অভিনেতা হলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। যাঁর প্রত্যেকটি ছবি জনগণের বেশ নজরকাড়ে। এছাড়া প্রসেনজিতের বিভিন্ন সংলাপ দর্শকদের বেশ ভালো লাগে। তবে সম্প্রতি এই অভিনেতাকে নেটদুনিয়ায় ক্ষমা চাইতে দেখা গেছে। কেন? কি কারনে তিনি ক্ষমা চাইলেন সকলের কাছে?
চলুন বিষয়টা একটু পরিষ্কারভাবে জেনে নেওয়া যাক। সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই প্রসেনজিৎ সোশ্যাল মিডিয়ায় তাঁর বিভিন্ন ছোট ছোট ভিডিও পোস্ট করছেন। অর্থাৎ সেই ভিডিওতে ‘এক মিনিটে প্রসেনজিৎ’ নাম দিয়ে তাঁকে বিভিন্ন সংলাপ ও নানা রকম ছবির ভিডিও করতে দেখা যাচ্ছে।
সম্প্রতি সেইসব ভিডিওর মধ্যে তিনি একটি ছোট ভিডিও পোস্ট করেছেন নেটদুনিয়ায়, যার ক্যাপশনে লেখা ছিল “আজকের গল্প ‘অটোগ্রাফ’-এর সেই সংলাপ নিয়ে”। এই ক্যাপশনের ভিডিওটিতে দেখা যায় প্রসেনজিৎ অরুন চট্টোপাধ্যায়ের মুডে বলেন, “মিডিয়া কভারেজে কে থাকবে? হোর্ডিং জুড়ে কে থাকবে? শুক্রবারের পর্দায় কে থাকবে? আমি… আমি অরুণ চ্যাটার্জী… আমি ইন্ডাস্ট্রি।”
তারপরেই এই ভিডিওতে তাঁকে তাঁর নিজের সংলাপ “আমি চুরি করিনি”-র আদতে বলতে শোনা যায় “আমি হাতজোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি, এই কথাটা আমি বলিনি, এটা সৃজিৎ মুখোপাধ্যায়ের লেখা অটোগ্রাফ সিনেমার। এই নিয়ে আমাকে কেউ গালাগাল দেবেন না।”
এই পুরো ব্যাপারটাই প্রসেনজিৎ মজার ছলে করেছেন বলে জানা যায়। অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে প্রসেনজিতের নতুন ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ যেখানে প্রসেনজিৎকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। এই ছবির প্রচার পর্ব তিনি নিজেই করেছেন। এছাড়া এই ছবির পর আসতে চলেছে প্রসেনজিতের নতুন ছবি ‘কাবেরী অন্তর্ধান’। এই ছবিতে তাঁকে কৌশিক চট্টোপাধ্যায়ের সাথে জুটি বেঁধে কাজ করতে দেখা যাবে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং আরো অনেককে।