Puja hopping with Yatri Sathi App Cab at low cost: সেই আগের অবস্থা আর নেই। বেসরকারি অ্যাপ ক্যাব নিয়ে মানুষের অভিযোগ দিন দিন বেড়েই চলেছে। বেশিরভাগ সময় শোনা যায় যাত্রীদের সাথে দুর্ব্যহার কিংবা মহিলাদের সঙ্গে অভদ্র আচরণ। তাছাড়া ভাড়ার বিষয়টা তো আছেই। তাই সব মিলিয়ে মানুষ অ্যাপ ক্যাব নিয়ে বেশ আতঙ্কেই থাকে সর্বদা। কিন্তু পুজো তো সামনেই আর এই অবস্থায় স্বাভাবিকভাবেই অ্যাপ ক্যাবের চাহিদা বাড়বে। তাই উপায় নেই দেখে অ্যাপ ক্যাবের উপর ভরসা করতেই হয়। মানুষের এই সমস্যার সমাধান করতে রাজ্য সরকার নিয়েছে এক অভিনব পদক্ষেপ।
পশ্চিমবঙ্গ সরকার নিজেই চালু করল নতুন অ্যাপ ক্যাব পরিষেবা। যার নাম দেওয়া হয়েছে যাত্রীসাথী অ্যাপ ক্যাব (Yatri Sathi)। গত সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবার উদ্বোধন করেছেন। এর মাধ্যমে সাধারন মানুষ কম খরচে ক্যাপ পরিষেবা ব্যবহার করতে পারবেন এবং চালকরা তথা মালিকরা টাকার একটি বড় অংশ উপার্জন করতে পারবেন।
এই পরিষেবা চালু করার প্রধান উদ্দেশ্য যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রাখা। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী অ্যাপ ক্যাব যাত্রীসাথী চালু করছেন পশ্চিমবঙ্গে। এটি হলো ভারতবর্ষে প্রথম সরকারি অ্যাপ ক্যাব (Yatri Sathi) পরিষেবা। তিন মাস ধরে ট্রায়াল নেওয়ার পর প্রায় ২১ হাজার গাড়ি এই পরিষেবার সাথে নিজেদের সংযুক্ত করেছে। ইতিমধ্যেই চালু হয়ে গেছে সাড়ে চার হাজারেরও বেশি রাইড।
অ্যাপটি পাওয়া যাবে প্লে স্টোরে। যাত্রী সাথি (Yatri Sathi) একবার ভালোভাবে চালু হয়ে গেলে সাধারণ মানুষের আর চিন্তার কারণ থাকবে না। নিরাপদভাবে তারা যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবে। এমনকি খরচ যে কোন বেসরকারি ক্যাবের তুলনায় কম পড়বে। সরকার তেমন বেশি একটা লাভ করবে না। শুধুমাত্র পরিচালনা করার খরচটুকুই তারা রাখবে। রাজ্যের পরিবহন দপ্তরের কাছ থেকে পুজোর আগেই রাজ্যবাসী পেল একটা দুর্দান্ত উপহার।
সবথেকে দুঃখজনক ঘটনা হলো বেসরকারি অ্যাপ ক্যাবগুলোতে রাত্রিবেলা মহিলাদের যাতায়াত করা একেবারেই নিরাপদ নয়। বহু চালক তাদের কুপ্রস্তাব দিচ্ছে, সম্প্রতি এমন একটি ঘটনা ঘটে গেছে মহালয়ার দিনেই। এই ধরনের সমস্যার মধ্যে রাজ্য সরকার যে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তার রাজ্যবাসীর কাছে সত্যি বড় পাওয়া।