নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন বাস্তবায়িত করার জন্যই ভারতীয় রেল (Indian Railways) তৈরি করেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বর্তমানে এই ট্রেনটি দেশের বিলাসবহুল ট্রেনগুলির মধ্যে অন্যতম। বিলাস বহুল ট্রেনের তালিকায় বন্দে ভারত থাকার পাশাপাশি এটিই দেশের সবচেয়ে দ্রুতগতির ট্রেন। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন নিয়ে শুধু ভারতীয় রেল বা কেন্দ্র নানান স্বপ্ন দেখছে তা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের প্রতিটি মানুষের স্বপ্ন।
তবে অনেকেই রয়েছেন যারা দেশের এমন উন্নয়ন সহ্য করতে পারছেন না। অনেককেই দেখা যাচ্ছে যারা প্রতিনিয়ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মত স্বপ্নের ট্রেনের গায়ে বারংবার ঢিল ছুঁড়ছেন। যাতে কেউ এই ট্রেনের গায়ে ঢিল না ছোড়েন তার জন্য রেলের তরফ থেকে বারংবার নানান সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তবে সেই সকল সতর্কবার্তাতেও কোন কাজ না হওয়াই এবার সরাসরি সাজা ঘোষণা করল রেল।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গায়ে যাতে কেউ ঢিল না ছোড়েন তার জন্য সাধারণ মানুষদের আবেদন জানানোর পাশাপাশি দক্ষিণ মধ্যে রেলের তরফ থেকে এমন সাজা দেওয়ার ঘোষণা করা হয়েছে, যে পাথর নিক্ষেপকারী হাতে ঢিল ধরাই ভুলে যাবেন। কারণ সাজা হিসাবে জানানো হয়েছে, যারা পাথর ছুড়বেন তাদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হবে।
ভারতীয় প্রযুক্তিতে তৈরি এমন একটি অত্যাধুনিক ট্রেনের গায়ে ঢিল ছোঁড়ার ঘটনা কম ঘটেনি। বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানায় এই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। সবচেয়ে বেশি ঢিল ছড়ার ঘটনা ঘটেছে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে। অধিকাংশ ক্ষেত্রে ঘটনা ঘটেছে বিহারে, তবে এমন ঘটনার সাক্ষী রয়েছে পশ্চিমবঙ্গও।
একাধিক সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, চলতি বছর জানুয়ারি মাসেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ৯ বার ঢিল ছোঁড়ার ঘটনা ঘটেছে। কাজিপেট, খাম্মাম, কাজিপেট-ভঙ্গির এবং এলুরু-রাজমুন্দ্রি শাখায় বন্দে ভারতকে লক্ষ্য করে বেশ কয়েক বার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে দক্ষিণ-মধ্য রেল জানিয়েছে, ট্রেনে পাথর ছোড়া ফৌজদারি অপরাধ। এমন ঘটনায় অভিযুক্তদের পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে।