বাংলাএক্সপি ডেস্কঃ আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল রাজ্যের পাশাপাশি গোটা দেশ সেই সময় রাজ্য সরকার বিধানসভায় পেশ করলো অপরাজিতা বিল (Aparajita Bill)। কেন্দ্র সরকারের নির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও আলাদা করে রাজ্য সরকার এমন বিল পেশ করার পরিপ্রেক্ষিতে বিরোধীরা নানান প্রশ্ন তুলছেন। তবে রাজ্য সরকার অথবা বিরোধীরা এই বিল নিয়ে কি কি প্রশ্ন তুলছেন তা বড় কথা নয়, বড় কথা হল এই বিলে মহিলাদের কতটা উপকার হবে।
রাজ্য সরকারের তরফ থেকে নতুন এই বিল আনা হয়েছে মূলত মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য। ধর্ষণ থেকে শুরু করে মহিলাদের উপর আরও নানান ধরনের অত্যাচার হামলা ইত্যাদি থেকে মহিলাদের আরও নিরাপত্তা প্রদানের জন্য এই বিল পেশ করা হয়েছে। বিধানসভায় মঙ্গলবার রাজ্য সরকারের তরফ থেকে যে বিল পেশ করা হয় তা হলো অপরাজিতা ওমেন এন্ড চাইল্ড সংশোধনী বিল।
১) অপরাজিতা ওমেন এন্ড চাইল্ড সংশোধনী বিলে বলা হয়েছে ধর্ষণ অথবা গণধর্ষণের মতো ঘটনায় আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। অপরাধ আরও গুরুতর হলে মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেওয়া হবে দোষী অথবা দোষীদের।
২) রাজ্য সরকারের এই সংশোধনী বিলে বলা হয়েছে, নির্যাতিতার মৃত্যু হলে শাস্তি হিসেবে দোষী ব্যক্তিকে প্রাণদণ্ড ও জরিমানা দেওয়া হবে।
৩) অ্যাসিড হামলার ক্ষেত্রে দোষী ব্যক্তির আমৃত্যু কারাদন্ড দেওয়া হবে। ক্ষেত্র বিশেষে অপরাধ আরও গুরুতর হলে প্রাণদণ্ডের মত শাস্তির উল্লেখ করা হয়েছে নতুন বিলে।
৪) নতুন যে বিল আনা হয়েছে তা পাশ হয়ে আইনে পরিণত হলেই পুলিশ বাহিনী তৈরি করা হবে এবং ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করা হবে। তদন্তের সময়সীমা বড়জোর আরও ১৫ দিন বৃদ্ধি করা হতে পারে।