৩১ মার্চের মধ্যে PNB গ্রাহকদের সেরে ফেলতে হবে দুটি গুরুত্বপূর্ণ কাজ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ইতিমধ্যেই দেশের একাধিক ব্যাঙ্ককে সংযুক্তিকরণ করা হয়েছে। আর সেই সকল ব্যাঙ্ক, যেগুলি সংযুক্তিকরণ করা হয়েছে সেগুলির ক্ষেত্রে বেশ কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে ১লা এপ্রিল থেকে। আর এই সকল ব্যাঙ্কগুলির মধ্যে উল্লেখযোগ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে ইউনাইটেড ব্যাঙ্ক এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স মিশে গেছে। যে কারণে এই সকল ব্যাঙ্কের গ্রাহকদের ৩১ মার্চের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে হবে।

যে সকল ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণ হয়েছে তাদের গ্রাহকদের মূলত দুটি কাজ যেমন ব্যাঙ্ক ইউজার আইডি পরিবর্তন এবং চেকবুক পরিবর্তন করিয়ে নিতে হবে। এই বিষয়ে যে সকল তথ্য উঠে এসেছে তা সম্পর্কে জেনে নেওয়া যাক।

১) ব্যাঙ্কিং ইউজার আইডি বর্তমান ডিজিটাল যুগে নেট ব্যাঙ্কিং করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স মিশে গেলেও এযাবৎ পুরাতন ইউজার আইডি দিয়েই কাজ হচ্ছিল। জানা যাচ্ছে ৩১ মার্চের পর পুরাতন ইউজার আইডি দিয়ে আর কাজ করা সম্ভব হবে না। যে কারণে এই সময়ের মধ্যেই এই তিন ব্যাঙ্কের গ্রাহকদের নিকটবর্তী ব্রাঞ্চের সাথে যোগাযোগ করতে হবে এবং নতুন ইউজার আইডি জন্য আবেদন করতে হবে।

[aaroporuntag]
২) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স সংযুক্ত হয়ে যাওয়ার পর ১লা এপ্রিল থেকে আর পুরাতন চেকবুক দিয়ে কাজ করা যাবে না। যে কারণে গ্রাহকদের ৩১ মার্চের মধ্যে নতুন চেকবুক নিয়ে নিতে হবে যা দিয়ে তারা নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই কোনরকম ঝঞ্ঝাট ছাড়াই কাজ চালিয়ে যেতে পারেন।