৭ দিনে দু’বার ফিক্সড ডিপোজিটে সুদ বাড়ালো PNB, দেখে নিন নয়া তালিকা

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিনিয়ত বেড়ে চলা মুদ্রাস্ফীতি ঠেকানোর জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একাধিকবার রেপো রেট বৃদ্ধি করা হয়েছে। একাধিকবার এই রেপো রেট বৃদ্ধির ফলে ফিক্সড ডিপোজিট সহ বিভিন্ন ক্ষেত্রে সুদের পরিবর্তন হয়েছে। দেশের বিভিন্ন ব্যাংক এই পরিবর্তন করার পাশাপাশি ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করেছে। সেরকমই রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের গ্রাহকদের জন্য ৭ দিনে দুবার সুদের হার পরিবর্তন করলো।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিটের উপর নতুন সুদের হার কার্যকর করেছে গত ২৬ অক্টোবর। এর আগে তারা ১৯ অক্টোবর সুদের হার পরিবর্তন করেছিল। দু’কোটি টাকার নিচে ফিক্সড ডিপোজিটের ওপর নতুন সুদের হার জারি করল রাষ্ট্রয়াত্ত এই ব্যাংক।

৭ দিন থেকে ১৪ দিন : সাধারণ জনগণের জন্য ৩.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪ শতাংশ।

১৫ দিন থেকে ২৯ দিন : সাধারণ জনগণের জন্য ৩.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪ শতাংশ।

৩০ দিন থেকে ৪৫ দিন : সাধারণ জনগণের জন্য ৩.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪ শতাংশ।

৪৬ দিন থেকে ৯০ দিন : সাধারণ জনগণের জন্য ৪.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫ শতাংশ।

৯১ দিন থেকে ১৭৯ দিন : সাধারণ জনগণের জন্য ৪.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫ শতাংশ।

১৮০ দিন থেকে ২৭০ দিন : সাধারণ জনগণের জন্য ৫.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬ শতাংশ।

২৭১ দিন থেকে ১ বছরের কম : সাধারণ জনগণের জন্য ৫.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬ শতাংশ।

১ বছর : সাধারণ জনগণের জন্য ৬.৩০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৮০ শতাংশ।

১ বছর থেকে ৫৯৯ দিনের উপরে : সাধারণ জনগণের জন্য ৬.৩০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৮০ শতাংশ।

৬০০ দিন : সাধারণ জনগণের জন্য ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ।

৬০১ দিন থেকে ২ বছর : সাধারণ জনগণের জন্য ৬.৩০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৮০ শতাংশ।

২ বছর থেকে ৩ বছরের বেশি দিনের জন্য : সাধারণ জনগণের জন্য ৬.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫ শতাংশ।

৩ বছর থেকে ৫ বছরের বেশি দিনের জন্য : সাধারণ জনগণের জন্য ৬.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৬০ শতাংশ।

৫ বছর থেকে ১০ বছরের বেশি দিনের জন্য : সাধারণ জনগণের জন্য ৬.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৬০ শতাংশ।