মাধব দাস : দেশে যে সকল ব্যাঙ্ক রয়েছে তার মধ্যে অন্যতম ব্যাঙ্ক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক। যে কারণে এই ব্যাঙ্কের কোটি কোটি গ্রাহক রয়েছে। তবে এবার এই ব্যাঙ্কের সেই সকল গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে যাদের কেওয়াইসি (PNB Kyc) জমা হয়নি এখনো পর্যন্ত। তবে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার আগে ও তিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
ব্যাঙ্কের তরফ থেকে যে তথ্য পেশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, কোটি কোটি গ্রাহক থাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এখনো ৩ কোটি ২৫ লক্ষ গ্রাহক রয়েছেন যারা তাদের কেওয়াইসি এখনো পর্যন্ত জমা দেননি। এই সকল গ্রাহক যারা এখনো পর্যন্ত কেওয়াইসি জমা দেননি তাদের অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ হয়ে যাবে অন্তিম সময়সীমার মধ্যে কেওয়াইসি জমা না দেওয়া হলে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী দেশের প্রত্যেক গ্রাহক যাদের বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাদের কেওয়াইসি জমা দেওয়া জরুরী। এক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৩ কোটি ২৫ লক্ষ গ্রাহক কেওয়াইসি জমা দেননি। এই সকল গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যে সকল গ্রাহকরা ৩১ মার্চের মধ্যে কেওয়াইসি জমা দিয়ে দিয়েছেন তাদের কোন চিন্তা নেই।
আরও পড়ুন ? Ayushman Bharat: বাংলায় চালু করতেই হবে আয়ুষ্মান ভারত প্রকল্প, বিশাল ফাঁদে ফেলে দিল রাজ্যকে
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের ব্যাঙ্কে থাকা গ্রাহকদের ধরে ধরে চিহ্নিত করেছে যারা ৩১ মার্চ পর্যন্ত কেওয়াইসি জমা দেননি। এই সকল গ্রাহকদের লেনদেন এখনো চললেও তাদের অবিলম্বে কেওয়াইসি জমা করতে হবে। চিহ্নিত করা ওই সকল গ্রাহকদের আগামী ১২ আগস্টের মধ্যে জমা দিতে হবে কেওয়াইসি। যদি অন্তিম সময়সীমার মধ্যে কেওয়াইসি জমা না দেওয়া হয় তাহলে ওই সকল গ্রাহকরা আর লেনদেন করতে পারবেন না।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে সকল গ্রাহকরা এখনও পর্যন্ত কেওয়াইসি জমা করেননি তাদের কেওয়াইসি জমা করার জন্য হয় ব্যাঙ্কের শাখায় যেতে হবে অথবা ব্যাঙ্কের অনলাইন অ্যাপের মাধ্যমে কেওয়াইসি জমা করতে হবে। কেওয়াইসি জমা করার ক্ষেত্রে প্যান কার্ড, আধার কার্ড, ছবি সহ অন্যান্য যে সকল জরুরি নথি রয়েছে সেগুলি জমা করতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল অ্যাপ ছাড়াও রেজিস্টার্ড ইমেইল মারফতও কেওয়াইসি জমা করা যেতে পারে।