IPL 2024: IPL-এ কোন দল কতবার ২০০-র বেশি রান তাড়া করে জিতেছে?

Antara Nag

Published on:

Advertisements

Punjab sets all-time record for 200+ run chase in IPL 2024: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সারা ভারতব্যাপী অনুষ্ঠিত হওয়া, সবচেয়ে জনপ্রিয়, চর্চিত ক্রিকেট লিগ। প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ। টাটা কোম্পানির তরফ থেকে এই লীগ স্পন্সর করা হয় বলে একে টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও বলা হয়ে থাকে। চলতি বছরে অর্থাৎ ২০২৪ এ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) চালু হয়ে গেছে। আর এইবারই এক নতুন রেকর্ড তৈরি করেছে পাঞ্জাব কিংস।

Advertisements

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে ২০০৮ সালে এই লীগ চালু করা হয়। ভারতের কয়েকটি নির্দিষ্ট রাজ্যের প্রতিনিধিত্বকারী মোট ১০ টি দলকে নিয়ে প্রতিবছর এপ্রিল মে মাস নাগাদ অনুষ্ঠিত হয় এই লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলগুলি হল চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ ও পাঞ্জাব কিংস। শুরুর দিকে আরো চারটি দল এই খেলায় অংশগ্রহণ করত। দলগুলি হল রাইজিং পুনে সুপারজায়ান্টস, পুনে ওয়ারিয়রস, গুজরাত লায়নস, ডেকান চার্জাস, কোচি টাস্কার্স কেরালা। এই দলগুলি এখন আর এই খেলায় অংশগ্রহণ করে না।

Advertisements

কোন দল যখন অনেক বেশি রানে পিছিয়ে থাকে, সমস্ত সমর্থক যখন জেতার আশা ছেড়েই দেয়, ঠিক তেমনই সময় নিজেদের কর্মদক্ষতা প্রকাশ করে দলকে জিতিয়ে নিয়ে এসেছে খেলোয়াররা। এমন ঘটনা বহুবার ঘটেছে। আইপিএলেও ২০০ রানকে তাড়া করে জয়লাভ করেছে বিভিন্ন দল বিভিন্ন সময়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) চলাকালীন কোন দল কতবার ২০০ রান তাড়া করে জয় লাভ করেছে চলুন জেনে নেওয়া যাক।

Advertisements

আরও পড়ুন ? Pakistani Players on IPL: আইপিএল-এ ঠাঁই হয় না পাকিস্তানি ক্রিকেটারদের, পিছনে রয়েছে এই বড় কারণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে ২০০ রান তাড়া করে জয়লাভ করার ক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স আলাদাই একটা রেকর্ড তৈরি করেছিল। মোট ৫ বার তারা এইভাবে সফল হয়েছে। আর চলতি বছরে পাঞ্জাব কিংস তাদের রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়েছে আইপিএলের বুকে। চলতি বছরের আইপিএল খেলায় গুজরাট টাইটানসের বিরুদ্ধে ২০০ রান তাড়া করে জয়লাভ করে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস এই নিয়ে মোট ৬ বার ২০০ রান তাড়া করে জয়লাভ করার নতুন রেকর্ড তৈরি করার পাশাপাশি একই সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের রেকর্ড ভেঙে গেল। এই ২ টি দল ছাড়াও লখনৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস ২ বার, ক্যালকাটা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস ৩ বার ২০০ রানকে তাড়া করে জয়লাভ করেছে।

বৃহস্পতিবার ৪.৪.২০২৪ এ আমেদাবাদে অনুষ্ঠিত আইপিএলে (IPL 2024) গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে নিশ্চিত হারের হাত থেকে মুক্তি পেয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings) ২০০ রানকে তাড়া করে তারা এই জয়লাভ করেছে।

Advertisements