Women Helpline Digha: একটি ফোন নম্বর, দিঘা-মন্দরমনিতে অনেক কিছু সাহায্য করতে পারে মহিলাদের

Shyamali Das

Published on:

Advertisements

পূর্ব মেদিনীপুর: কখনো আরজি কর তো আবার কখনো বীরভূমের ইলামবাজার, মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় উঠছে নানান ধরনের প্রশ্ন। এমন পরিস্থিতিতে যাতে প্রশাসনের উপর কেউ আঙুল তুলতে না পারেন তার জন্য তৎপর হয়ে উঠল পূর্ব মেদিনীপুর পুলিশ প্রশাসন। আর এরই পরিপ্রেক্ষিতে তাদের তরফ থেকে এমন একটি নম্বর (Women Helpline Digha) দেওয়া হল যা দীঘা ও মন্দারমনিতে ঘুরতে আসা মহিলাদের অনেক কিছু সাহায্য করতে পারে।

Advertisements

দীঘা, মন্দারমনির মতো সমুদ্র সৈকত রাজ্যের এমন সব জনপ্রিয় সমুদ্র সৈকত, যেখানে বছরের বিভিন্ন সময় হাজার হাজার পর্যটকরা ঘুরতে আসেন। ঘুরতে আসা এই সকল হাজার হাজার পর্যটকদের মধ্যে আবার রয়েছেন মহিলারাও। দীঘায় ঘুরতে আসা এই সকল মহিলা পর্যটকদের বহু সময় বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। যে কারণে তাদের নিয়েও বহু সময় নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন ওঠে।

Advertisements

নিরাপত্তা সংক্রান্ত যখন নানান ধরনের প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে সেই সময় মহিলাদের সুরক্ষার জন্য এবার পূর্ব মেদিনীপুর পুলিশ প্রশাসনিক তরফ থেকে একটি হেল্পলাইন নম্বর দেওয়া হল মহিলাদের জন্য। সাংবাদিক বৈঠক করে তমলুকের নিমতৌড়িতে এমন নম্বর চালু করা হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে। যে নম্বরটি হাতের কাছে থাকলে উপকৃত হবেন দীঘা মন্দারমনি সহ পার্শ্ববর্তী এলাকায় ঘুরতে আসা মহিলা পর্যটকরা।

Advertisements

আরও পড়ুন : SBI: SBI-এর শাখায় বিরাট ঘাপলা, সাধারণ গ্রাহকদের অ্যাকাউন্ট নিয়ে ছেলেখেলা করে গ্রেফতার ম্যানেজার

পূর্ব মেদিনীপুর পুলিশ প্রশাসনের তরফ থেকে নতুন যে নম্বরটি দেওয়া হয়েছে মহিলাদের সাহায্যের জন্য সেই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করে সাহায্য পাওয়া যাবে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য নতুন ওই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়ার পাশাপাশি ঘুরতে আসা মহিলা পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করেছেন। যে নম্বরটির কথা বলা হচ্ছে ওই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করে মহিলাদের পাশাপাশি সুরক্ষা পাবেন অন্যান্য সাধারণ মানুষেরাও। যেকোনো সমস্যায় তাদের সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।

পূর্ব মেদিনীপুর পুলিশ প্রশাসনের তরফ থেকে যে নম্বরটি চালু করা হয়েছে, ওই নম্বরটি হল ৯৮০০৭৭৫৯৯৯। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, প্রশাসনের তরফ থেকে চালু করা এই নম্বরটি ২৪ ঘন্টা চালু থাকবে। এই নম্বরে যোগাযোগ করলেই স্পেশাল রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বিপদে পড়া পর্যটকদের। যে কারণে স্পেশাল রেসপন্স টিমকে আরও বেশি সক্রিয় থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisements