পুরী বেড়াতে গিয়ে অটো ভাড়ায় ঠকছেন না তো! রইলো ভাড়ার সম্পূর্ণ তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ছুটি মানেই ভ্রমণ পিপাসুদের বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায়। ভ্রমণের মধ্যে যে সকল জায়গাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি জায়গা হল ওড়িশার পুরী। এখানে বছরের বিভিন্ন সময়ে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটকদের আগমন হতে দেখা যায়। তবে তাদের মধ্যে বাঙ্গালীদের সংখ্যা থাকে সবচেয়ে বেশি।

Advertisements

পুরীর সমুদ্র সৈকত এবং অন্যান্য জায়গা ঘুরে দেখার পাশাপাশি সবচেয়ে বেশি টান যার দিকে সেটি হল জগন্নাথ দেবের মন্দির। কিন্তু বহু পর্যটকদের এই পুরীতে গিয়ে কেবলমাত্র ভ্রমণের জন্য অটো বা টোটো অথবা রিক্সার ক্ষেত্রে প্রচুর খরচ করতে দেখা যায়। আসলে তারা অনেকেই সঠিক ভাড়া জানেন না। সঠিক ভাড়া না জানার কারণে দরকষাকষিও করতে পারেন না।

Advertisements

এ সকল ক্ষেত্রে পুরীতে আগত পর্যটকদের জন্য অটো ভাড়া কত হতে পারে সেই তালিকা প্রকাশ করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে। সেই তালিকা থেকে অন্ততপক্ষে ২১টি জায়গা যাওয়ার জন্য পর্যটকদের কত ভাড়া দিতে হবে তা জানানো হয়েছে। এম আর মাথা থেকে স্বর্গদ্বার পর্যন্ত ভাড়া ১০০ টাকা। দক্ষিণা দ্বার থেকে স্বর্গদ্বার পর্যন্ত ভাড়া ১০০ টাকা। গান্ডুয়া চারু চাকা থেকে স্বর্গদ্বার পর্যন্ত ভাড়া ১০০ টাকা। ভগবতী থেকে স্বর্গদ্বার পর্যন্ত ভাড়া ১৫০ টাকা। দোলাবেদী কোনা থেকে স্বর্গদ্বার পর্যন্ত ভাড়া ১৫০ টাকা।

Advertisements

হরিদাস মঠ ও ভারতী সেবা আশ্রম থেকে পুরীর জগন্নাথ দেব মন্দির পর্যন্ত ভাড়া যথাক্রমে ১০০ এবং ১৫০ টাকা।
রেলস্টেশন থেকে লোকনাথ মন্দির যেতে খরচ হয় ২২০ টাকা। এছাড়াও রেল স্টেশন থেকে এই মঙ্গলাহাট ১৫০ টাকা, P.k.R.I.T যেতে খরচ হয় ১২০ টাকা, স্টারলিন রিসর্ট যেতে খরচ হয় ২৫০ টাকা। অন্যদিকে, বাসস্ট্যান্ড থেকে লাবণি খিয়া ভাড়া ২০০ টাকা।

রেলস্টেশন থেকে তোশালী ২৫০ টাকা, রেল স্টেশন থেকে বাটামঙ্গলা ১৫০ টাকা, শ্রীকৃষ্ণ সিনেমা চাক্কা থেকে বাসস্ট্যান্ড, তালাবিনা, লাবনী খেয়া চাক্কা, বুলু লিলি অথবা রেলস্টেশন ১৫০ টাকা, সিপা সারু বালি থেকে বারাবতী জাগা ১৫০ টাকা, গৌদাবাদা শাহী থেকে বারাবতী জাগা ১৫০ টাকা।

Advertisements