আর কষ্ট নয়, এবার আরাম করে হবে পুরির জগন্নাথ দর্শন, দারুণ বন্দোবস্ত প্রশাসনের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সারা বছর ধরেই পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) ভক্তদের ঢল দেখা যায়। প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা জগন্নাথ দেবের দর্শনে ছুটে আসেন। এই হাজার হাজার ভক্তদের আগমনের কারণে প্রতিদিনই জগন্নাথ মন্দিরের সামনে লম্বা লাইন দেখা যায়। সাধারণ ভক্তদের লম্বা লাইনে দাঁড়িয়ে জগন্নাথ দেবের দর্শনে কোন সমস্যা না হলেও বয়স্কদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।

Advertisements

বিশেষ করে বিশেষ বিশেষ উৎসবের দিনগুলিতে জগন্নাথ দেবের দর্শনের জন্য লাইন পার হয়ে যায় কিলোমিটারের পর কিলোমিটার। এই পরিস্থিতিতে বয়স্কদের যাতে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় তার জন্য এবার উড়িষ্যা প্রশাসনের তরফ থেকে বিশেষ বন্দোবস্ত নেওয়া হচ্ছে। সেই বিশেষ বন্দোবস্ত অনুযায়ী আরাম করে বয়স্ক মানুষেরা ভগবান জগন্নাথের দর্শন পেতে পারবেন।

Advertisements

মূলত বয়স্ক মানুষদের কথা ভেবে প্রশাসনের তরফ থেকে এবার জগন্নাথ মন্দিরের সামনে শেড এবং চেয়ার দেওয়ার ব্যবস্থা করছে। যে সকল ভক্তদের পক্ষে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় তারা গর্ভগৃহে প্রবেশের আগে ওইসব চেয়ারে বসে অপেক্ষা করতে পারবেন। মঙ্গলবার পুরী জেলা প্রশাসন এবং জগন্নাথ মন্দির কমিটির মধ্যে একটি উন্নয়নমূলক বৈঠক ছিল এবং সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

মঙ্গলবারের বৈঠক ছিল ইতিবাচক এবং সেই বৈঠকে মন্দিরে আগত বয়স্ক ও অসুস্থ ভক্তদের জন্য এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক রঞ্জন দাস। তিনি জানিয়েছেন, বয়স্ক ও অসুস্থ পুণ্যার্থীদের জন্য শেড এবং চেয়ারের বন্দোবস্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই চেয়ারগুলি মন্দিরের সামনেই থাকবে এবং যে সকল ভক্তরা লাইনে দাঁড়িয়ে থাকতে পারবেন না তারা সেই চেয়ারে বসে গর্ভগৃহে প্রবেশের জন্য অপেক্ষা করতে পারবেন।

এর পাশাপাশি জগন্নাথ দর্শন যাতে ভক্তদের কাছে আরও আরামদায়ক হয় তার জন্য শেড এবং চেয়ারের ব্যবস্থা করার পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্দিরের ম্যানেজিং কমিটির সদস্য সুদর্শন পট্টনায়েক। তিনি জানিয়েছেন, পুণ্যার্থীদের পানীয় জল থেকে শুরু করে অন্যান্য সব ধরনের পরিষেবা দেওয়ার জন্য তারা সবসময় তৎপর থাকবেন।

Advertisements